সিরাজগঞ্জের্যাব-১২’র অভিযানে ৪৮০ বোতল ফেন্সিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার কাভার্ড ভ্যান জব্দ।
নিজস্ব প্রতিবেদক : ০৪ নভেম্বর ২০২৩ খ্রিঃ ১২.৪০ ঘটিকায় মোঃ মারুফ হোসেন পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় র্যাব-১২’র সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল “সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু টোলপ্লাজা এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেন। এছাড়াও তাদের সাথে থাকা মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন, নগদ ১,৫০০ টাকাসহ ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামি ১। মোঃ জাবের আলী (৩৩) শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন বালিয়াচন্ডি পাইকুড়া এলাকার মৃত উসমান আলীর ছেলে ২। মোঃ রাজু মিয়া (২৮) একই জেলার সদর থানাধীন মীরগঞ্জ এলাকার মৃত হায়দার আলীর ছেলে।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় কাভার্ড ভ্যান যোগে তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করে আসছিলো।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডারমোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।এ ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর।র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সকলের অংশ নেয়ার আহবান ও জানান তিনি ।