র্যাব-১৩, রংপুর কর্তৃীক ৩৪৬ বােতল ফেন্সিডিলসহ গ্রেফতার ০২ এবং একটি ট্রাক জব্দ
০৪ নভেম্বর ২০২৩ খ্রিঃ রাত্রী ২২.৪৫ ঘটিকায় সিপিএসসি, রংপুর র্যাব-১৩, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল গাইবান্ধা জেলার গাবিদগঞ্জ থানাধীন দিনাজপুর টু গাবিদগঞ্জগামী হাইওয় রোডে মেসার্স শান্তা এলপিজি গ্যাস এন্ড ফিলিং স্টশনের সামনে চেকপাষ্ট করাকালীন সময় একটি ট্রাক তল্লশি করে অবৈধ মাদকদ্রব্য ৩৪৬ বাতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।সে সময় মাদকদ্রব্য ফেন্সিডিল বহনকারী ট্রাক টি ট্রাকটি জব্দ করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার কৃত আসামি ১। মাঃ আরিফ (২৩) রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন জগদীশপুর এলাকার মাঃ বাবর আলীর ছেলে। ২। মাঃ আমির হাসন (২৮) ঠাকুরগাঁও জেলার হরিপুর থানাধীন গদুলা এলাকার মৃত সেতাব আলীর ছেলে।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাযেস মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদেরর বিরুদ্ধে গোপন অনুসন্ধান চছে। ধৃত আসামীদ্বয়র বিরুদ্ধ গাইবান্ধা জলার গাবিদগঞ্জ থানায় র্যাব বাদী হয় একটি মাদক মামলা রুজু করছে এবং আসামীদ্বয়কে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
র্যাব-১৩, রংপুর অধিনায়ক সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটন্যাট মাহমুদ বশির আহমদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুনত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘাষিত জঙ্গী সংগঠনের বিরুদ্দ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান।