গোপালপুর বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প।
টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন গোপালপুর পৌরসভাস্থ আমতলা নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনাকালে যৌথ বাহিনী কর্তৃক তল্লাশী পরিচালনাকালে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ একজনকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প। ০১(এক)টি মাইক্রোবাস জব্দ।
বিজ্ঞাপন
২০/১২/২০২৩ খ্রি. তারিখে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন-শূঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে জনাব মোঃ আবু বক্কর সরকার, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইল ও জনাব মোঃ নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, গোপালপুর টাঙ্গাইলদ্বয়ের নেতৃত্বে র্যাব, পুলিশ এবং আনসার সদস্যের সমন্বয়ে যৌথ বাহিনী কর্তৃক টাঙ্গাইল জেলার বিভিন্ন গুরুত্বপূর্ন এলাকায় টহল ডিউটি পরিচালনা করা হয়। যৌথ বাহিনী কর্তৃক টহল ডিউটিরত অবস্থায় টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন গোপালপুর পৌরসভাস্থ আমতলা নামক এলাকায় তল্লাশী চৌকি পরিচালনা করা হয়। তল্লাশীকালে একটি মাইক্রোবাসকে থামার সংকেত দিলে মাইক্রোবাসে থাকা কয়েকজন লোক তাৎক্ষনিকভাবে দৌড়ায় পালিয়ে যায় এবং মোঃ মনির (২৫), পিতা- মোঃ লোকমান, সাং-ভুয়ার চক, থানা-গোপালপুর, জেলা-টাঙ্গাইলকে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ হাতেনাতে ধৃত করা হয়। এ সময় ধৃত আসামীর দখলে থাকা ০১টি নোহা গাড়ীতে তল্লাশী চালিয়ে ০১টি রামদা, ০৫টি চায়না তলোয়ার, ১৪টি বল্লম, ০৯টি স্টিলের পাইপ জব্দ করা হয়। উক্ত ঘটনায় টাঙ্গাইল জেলার গোপালপুর থানা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনায় টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় অস্ত্র আইন, ১৮৭৮ এ নিয়মিত মামলা রুজু করা হয়। উক্ত ঘটনার উদ্ধারকৃত অস্ত্রের উৎস, অস্ত্র বহনের উদ্দেশ্য ও এর সাথে জড়িতদের ব্যাপারে তদন্ত প্রক্রিয়াধীন।ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার নিমিত্তে টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
র্যাব-১৪ সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প কোম্পানী অধিনায়ক মেজর মনজুর মেহেদী ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগানকে সামনে রেখে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এর। প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাস, ধর্ষণ, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যাসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান।
বিজ্ঞাপন
তিনি আরও জানান বিভিন্ন ধরনের সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও গুরুত্বপূর্ণ স্থানে র্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।