টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মাসুদুর রহমান মিলন সম্পাদক তাইজুল ইসলাম (টুটুল)
নিজস্ব প্রতিবেদক : জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের কমিটির নতুন কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় কমিটি।
বিজ্ঞাপন
এতে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচারের জেলা প্রতিনিধি মাছুদুর রহমান মিলন কে সভাপতি ও স্থানীয় দৈনিক কালের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক তাইজুল ইসলাম টুটুলকে সাধারণ সম্পাদক করে পূনাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটির সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন।
বিজ্ঞাপন
এ সময় কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আবুল বাশার মজুমদার ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেলা কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি আবুল কালাম সিদ্দিকী নিপু (দৈনিক জনতার কথা),শহিদুল ইসলাম খান রুমি,মির্জা মাসুদ রুবেল (মাইটিভি),আলামিন শোভন (আনন্দ টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক আরমান কবির সৈকত(দৈনিক আমাদের নতুন সময়), রাইসুল ইসলাম লিটন (দৈনিক আমার সংবাদ), মাজহারুল ইসলাম শিপলু(দৈনিক আমাদের অর্থনীতি)সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন (দৈনিক একুশের বানী), যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর শামসুদ্দিন সায়েম ( ভোরের সময় ও সূবর্ন বিজয়), জাহাঙ্গীর আলম(দৈনিক আমার বার্তা,সবুজ সরকার (দৈনিক আলোকিত প্রতিদিন)
বিজ্ঞাপন
অর্থ সম্পাদক মোত্তালেব হোসেন (দৈনিক অপরাধ কন্ঠ),সহ অর্থ সম্পাদক রুহুল আমিন(দৈনিক বর্তমান কথা)
দপ্তর সম্পাদক মাহমুদুল খান আরিফ (সাপ্তাহিক লোকধারা),সহ দপ্তর সম্পাদক সাগর আহম্মেদ (সাপ্তাহিক মৌবাজার), প্রচার সম্পাদক বিভাষ কৃষ্ণ চৌধুরী (দৈনিক নওরোজ ও এফএনএস),সহ প্রচার সম্পাদক মুক্তার হোসেন(দৈনিক যুগধারা)
বিজ্ঞাপন
ক্রীয়া সম্পাদক শামীম আল মামুন
(সাপ্তাহিক মৌবাজার)সহ ক্রীয়া সম্পাদক (সাহান হাসান),সাহিত্য ও জনকল্যাণ সম্পাদক বোরহান তালুকদার (দৈনিক আজকের টেলিগ্রাম)শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আল আমিন খান(সাপ্তাহিক গন বিপ্লব), তথ্য ও প্রয়ুক্তি সম্পাদক মোস্তফা কামাল(দৈনিক জনতার কথা),সহ তথ্য ও প্রয়ুক্তি সম্পাদক জাহিদ(ডেইলি অবজারভার), আইন বিষয়ক সম্পাদক মোঃ শামসুল আলম, সহ আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রমজান আলী, মানবাধিকার সম্পাদক মোঃউজ্জল মিয়া,(দৈনিক স্বাধীন সংবাদ)
বিজ্ঞাপন
ধর্ম বিষয়ক সম্পাদক তৌফিকুল ইসলাম (মৌবাজার) সহ ধর্ম বিষয়ক সম্পাদক শুভ সাহা, কার্যনির্বাহী সদস্যরা হলেন, মোশাররফ হোসেন ঝিন্টু সিদ্দিকী ( সাপ্তাহিক গনবিপ্লব)।,সেলিম তরফদার( সাপ্তাহিক পাপিয়া)
রশিদ আহাম্মদ আব্বাসী(এশিয়ান টিভি ও বাংলাদেশ সময়) এনামুল হক দীনা(সাপ্তাহিক লোকধারা),সাজ্জাত হোসেন লিংকন (ডেইলি অবজারভার), আব্দুস সাত্তার (দৈনিক ভোরের পাতা),খন্দকার খায়রুল ইসলাম (দৈনিক প্রতিদিনের কাগজ)
রেজাউল করিম(দৈনিক বাংলাভূমি)
বিজ্ঞাপন
মাসুম(দেশ বার্তা),বাবুল রানা(বাংলাদেশ সমাচার)আনোয়ার হোসেন(আলোকিত প্রতিদিন),আতোয়ার রহমান খান(দৈনিক কালের বার্তা) কামরুজ্জামান (দৈনিক বর্তমান কথা),হাবিবুল্লাহ বাহার (দৈনিক কালের বার্তা),মোস্তাফিজুর রহমান মারুফ (একতার কন্ঠ),মজনু মিয়া(দৈহিক যুগধারা,এম এ করিম(দৈনিক কালের বার্তা),মিয়া মো: নোমান(দৈনিক মজলুমের কন্ঠ) মাহদী মাসুদ(দৈনিক কালের বার্তা),নজরুল ইসলাম (মৌবাজার), মজিবর রহমান(দৈনিক কালের বার্তা) মো: সজিব মিয়া (কালের স্রোত)।
বার্তা প্রেরক
সাগর আহমেদ /০৩/০১/২০২৪