টাঙ্গাইলে জাতীয় নির্বাচন পরবর্তী ১ম জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:
শুভসাহা : টাঙ্গাইলে জাতীয় নির্বাচন পরবর্তী ১ম জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সুসম্পন্ন হয়েছে।
রোববার (১৪ জানুয়ারি) টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আইন শৃঙ্খলা মাসিক সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল ৪ (কালিহাতি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমানুর রহমান খান রানা, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ প্রমুখ।
বিজ্ঞাপন
এ সভায় বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান,পৌর মেয়র, সরকারি দপ্তরের কর্মকর্তা সহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা অংশ নেন।
এছাড়াও ওই সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ এবং সহকর্মীরা উপস্থিত ছিলেন।