জেলা তথ্য অফিস, টাঙ্গাইলের উদ্যোগে “আলোচনা ও নারী সমাবেশ” অনুষ্ঠান অনুষ্ঠিত।
অদ্য ১৮ জানুয়ারি ২০২৪ খ্রি. জেলা তথ্য অফিস, টাঙ্গাইলের ব্যবস্থাপনায় বার্ষিক কর্ম-সম্পাদন চুক্তি এপিএ কর্মসূচির আওতায় টাঙ্গাইল সদর উপজেলার পৌরসভা এলাকার জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে “আলোচনা ও নারী সমাবেশ” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আলোচনা ও নারী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আইভি ইয়াসমিন, উপপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, টাঙ্গাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কণিকা মল্লিক, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর, টাঙ্গাইল।
বিজ্ঞাপন
আলোচনা ও নারী সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব তাহলিমা জান্নাত, সিনিয়র তথ্য অফিসার, জেলা তথ্য অফিস, টাঙ্গাইল। অনুষ্ঠানে বক্তাগণ স্মার্ট বাংলাদেশ ও ভিশন : ২০৪১, মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং, চতুর্থ শিল্প বিপ্লবের গুরুত্ব, এসডিজি মোতাবেক উন্নত রাষ্ট্র ও জাতি গঠনে দেশের অগ্রগতি, অর্জন ও সাফল্য তুলে ধরে অংশগ্রহণকারীদের সামনে বক্তব্য উপস্থাপন করেন।
অনুষ্ঠানে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, তরুন সংগঠন, এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ সহ প্রায় ১২০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে সরকারের উন্নয়ন কর্মকান্ডের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।