মির্জাপুরে পরিবেশ আইন না মেনে চলছে ইটভাটা ১১টি ইটভাটায় সর্বমোট ৫৫লাখ টাকা জরিমানা
বিশেষ প্রতিনিধি:টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বিভিন্ন ইটভাটায় রয়েছে নানান ধরনের অনিয়মের অভিযোগ।পরিবেশ আইন না মেনে চলছে ইটভাটা ১১টি ইটভাটায় সর্বমোট ৫৫লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের পরিদর্শনে ভ্রাম্যমাণ আদালত চালনা করা হয়েছে।
বিজ্ঞাপন
পরিবেশ আইন না মেনেই অবাধে ইটপুরানো এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই চলছে বেশ কিছু ইটভাটা।চলতিমাসে টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তারের পরিদর্শনে ভ্রাম্যমাণ আদালত চালনা করা হয়েছে মির্জাপুরে।
বিজ্ঞাপন
সরেজমিনেঘুরে জানাযায়,মেসার্স সান,লিসান,এসবিএম,এইচবিবি,এইচবিএম,কায়েম,কলিম উদ্দিন,আসাদ-মুরাদ,ছিবার উদ্দীন,আশা এবং মুন ব্রিকসে ৫লাখ করে ১১টি ইটভাটায় সর্বমোট ৫৫লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিজ্ঞাপন
এ অভিযান পরিচালনাকালে যথাযথভাবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জমির উদ্দীন,সহকারী পরিচালক তুহিন আলম এবং পরিচালক বাবু বিপ্লব কুমার সূত্রধর।এছাড়াও আরও উপস্থিত ছিলেন মির্জাপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলায়েত হোসেন সহ আইনশৃঙ্খলা ও ফায়ারসার্ভিসে কর্মরত বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ।
বিজ্ঞাপন
টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক বাবু বিপ্লব কুমার সূত্রধর বলেন,পরিবেশ আইন না মেনে ইট পুরানো এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার কারণে মির্জাপুরে ৫লাখ করে ১১টি ইটভাটায় ৫৫লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও মির্জাপুর উপজেলার গোড়াই,আজগনা এবং বাঁশতৈল ইউনিয়নের পৃথক পৃথক জায়গায় গড়ে উঠেছে বিপুল পরিমাণ ইটভাটা।
বিজ্ঞাপন
প্রসঙ্গত,ইট প্রস্তুত ও ভাটা স্থাপন সংশোধিত নতুন আইন মোতাবেক সমস্ত বিষয়াদি সম্পর্কে ভালোভাবে জেনে এবং মেনে ইটভাটা চালাতে হবে।অন্যথায়,পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে যেকোনো সময়,যেকোনো কারনেই তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।
শুভসাহা বিশেষ প্রতিনিধি: ২০/০১/২০২৪ইং