ছাত্র ফেডারেশন রংপুর কমিটির সদস্য আকাশের মৃত্যুতে গণসংহতি আন্দোলন ও ছাত্র ফেডারেশন এর শোক প্রতিবাদ প্রকাশ
রংপুর প্রতিনিধি : ২৮ জানুয়ারি ,রবিবার সকাল ৯.৩০ টায় ভুরারঘাটে সড়ক দূর্ঘটনায় নিহত হন , অকালে প্রাণ হারান বাংলাদেশ ছাত্র ফেডারেশন রংপুর জেলা আহবায়ক কমিটির সদস্য আকাশ ।
বিজ্ঞাপন
তার এই অকাল মৃত্যুতে গণসংহতি আন্দোলন রংপুর জেলার নেতৃবৃন্দের পক্ষে সমন্বয়ক তৌহিদুর রহমান, ভারপ্রাপ্ত সদস্য সচিব মোফাক্ষারুল মুন, জাতীয় পরিষদ সদস্য প্রত্যয়ী মিজান এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন রংপুর জেলা নেতৃবৃন্দের পক্ষ থেকে সংগঠনের আহবায়ক এ কে কাজল রায় , যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল চন্দ্র রায় , সম্পাদক আল তানজীল আহ্সান , যুগ্ম সম্পাদক সংকর চন্দ্র মোদক , যুগ্ম সম্পাদক মোশেদুল ইসলাম, রুবেল ইসলাম হৃদয় ।
বিজ্ঞাপন
এছাড়া সাবেক ছাত্র নেতৃবৃন্দের পক্ষ থেকে এড. সুলতান মাহমুদ শিশির, আল মেহেদী রবিউল ইসলাম রনি, গোপাল রায় অনিক, আসিফ ইকবাল সাজু ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেন সেইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। এবং দিন দিন সড়ক দূর্ঘটনার মর যে কাঠামোগত হত্যাকাণ্ড দিন দিন বেড়েই চলেছে তা নিয়ে সরকারে যে ভ্রুক্ষেপ নেই সে বিষয়েও প্রতিবাদ ব্যক্ত করেন।
বার্তা প্রেরক/প্রত্যয়ী মিজান/রংপুর জেলা।