টাঙ্গাইল ঘাটাইলে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতায় প্রতিপক্ষ হামলায় অসহায় এক পরিবারের ৩ জনের পায়ের হার ভেঙ্গাসহ গুরুতর আহত ৬
টাঙ্গাইলের ঘাটাইলে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতায় অসহায় এক পরিবারের ৬ জনকে পিটিয়ে গুরুতর আহত৷ মাথায় কোপ সহ পায়ের হার ভাঙ্গা নিয়ে আশংকাজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে ৩ জন এবং গুরুতর আহত অবস্থায় ঘাটাইল হাসপাতালে ভর্তি আছে ৩জন।
বিজ্ঞাপন
ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা তালতলা গ্রামের গ্রামের মোঃ রজব আলীর (৪৫) এবং ছেলে মোহাম্মদ ফরহাদ মিয়ার (২২) এর পরিবারের সাথে। এবিষয়ে ৭ই ফেব্রুয়ারি (বুধবার) ফরহাদ মিয়া বাদী হইয়া উক্ত বিষয়ে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷
আহতরা হলেন রজব আলীর ছেলে ফরহাদ মিয়া সহ তার বাবা মোহাম্মদ রজব আলী(৪৫) তার মা মোসাঃ ফাতেমা আক্তার(৪০),দাদা চাঁন মিয়া, দাদী মোসাঃ হামিদা(৬৩), চাচা মোঃ দুলাল হোসেন (৩৫) ও চাচী সাবিনা
মাথায় দুটি কোপ মাজা, পা ও আঙ্গুল ভাঙা অবস্থায় দুলাল হোসেন, রজব আলীর বাম পা, মোসাঃ হামিদার ডান পা ভাঙা অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে৷ বাকি তিন জন গুরুতর জখম নিয়ে ঘাটাইল উপজেলা সাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে৷
বিজ্ঞাপন
আহতদের এবং থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানাজায়
গত ৬ই ফেব্রুয়ারী (মঙ্গলবার) আনুমানিক দুপুর ১২:৩০ মিনিটে একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ রাকিব (২৬), আঃ খালেকের ছেলে ররফিকুল ইসলাম(৪৫) মকবুল হোসেনের ছেলে সবদুল ইসলাম(৪২),মোঃ শফিকুল ইসলাম(৩৬), মোঃ মারফুল ইসলাম (৩২), মোঃ নাজমুল ইসলাম (২৮), মোঃ তালেব আলীর ছেলে মোঃ বাবুল হোসেন (৪০), মোঃ আনিছ(৩৭), মোঃ রুবেল মিয়া(৩০), মৃত দারুল ইসলামের ছেলে মোঃ নাহিদ (২২), আঃ কাদেরের স্ত্রী মোসাঃ মিনারা, রফিকুল ইসলামের স্ত্রী মোসাঃ সাজেদা সাজু, মৃত জোনাব আলীর ছেলে মকবুল হোসেন (৬৫), মৃত হাছান আলীর ছেলে মোঃ আঃ কাদের(৫২), মোঃ আব্দুল খালেক (৫৫) সহ অজ্ঞাত ৪/৫ জন ফরহাদ মিয়ার বসত বাড়ির পশ্চিম দক্ষিণ পাশের ৫৬ শতাংশ জমিতে অনধিকার প্রবেশ করে জোরপূর্বক হাল চাষ করতে গেলে ফরহাদ মিয়া সহ তার বাবা মোহাম্মদ রজব আলী(৪৫) তার মা মোসাঃ ফাতেমা আক্তার(৪০),দাদা চাঁন মিয়া, দাদী মোসাঃ হামিদা(৬৩), চাচা মোঃ দুলাল হোসেন (৩৫) ও চাচী সাবিনা বাধা দিলে অনুপ্রবেশকারীরা ধারালো দা, লাঠি, লোহার রড সহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়৷ এসময় দুলাল হোসেনের মাথায় দুটি কোপ লাগে ও দুর্বৃত্তরা তার মাজা, পা ও দুই হাতের মধ্যমা আঙ্গুল রড দিয়ে বাইরাইয়া ভেঙে দেয়৷ এছাড়া রজব আলীর বাম পা, মোসাঃ হামিদার ডান পা এবং বাকি তিন জন কে পিটিয়ে গুরুতর নীলাফুলা ও জখম করে দুর্বৃত্তরা৷ এ সময় আশপাশের লোকজন তাদের ডাক চিৎকার শুনে এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়৷ পরবর্তীতে ফরহাদ হোসেনের প্রতিবেশী মোঃ বেলায়েত হোসেন লিখন ও তার খালাতো ভাই মোঃ ইলিয়াস তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়৷ পরবর্তীতে সেখানে কর্তব্যরত ডাক্তার গুরুতর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে৷
বিজ্ঞাপন
এ বিষয়ে হামলার শিকার মোঃ রজব আলী বলেন, হামলাকারীদের সাথে আমাদের পূর্বে থেকেই জমি সংক্রান্ত ঝামেলা ছিলো৷ তার জের ধরে ঐ দিন পূর্ব পরিকল্পিত ভাবে তারা আমাদের হত্যা করার উদ্দেশ্য আমাদের উপর হামলা চালায়৷ আমি এর সুষ্ঠু বিচার চাই৷ আমাদের জীবনে নিরাপত্তা চাই আমরা বাঁচতে চাই৷ দুলাল হোসেন বলেন, আমারে অরা মাইরা ফেলাবার জন্যে আমার মাথায় কোপ দেয় পরে আমারে লোহার রড দিয়া এলোপাথাড়ি বাইরাইয়া আমার মাজা আর পা ভাইঙ্গা দিছে৷ আমি এর বিচার চাই৷ মোসাঃ হামিদা বলেন, তারাঅনেক আগে থেকেই আমাগো সাথে জমি নিয়া নাড়াই ঝগড়া করে৷ আমার পোলা মাইয়াগো মাইরা ফালাবার জন্য তারা পরিকল্পনা করে আমাগো মারছে৷ আমি এর বিচার চাই৷ মোসাঃ সাবিনা জানায়, আমি গর্ভবতী ওরা আমারেও মারছে৷ আমার গর্ভে থাকা বাচ্চারেও মাইরা ফেলবার চাইছিলো আমি ওগো বিচার চাই৷
গত ৭ই ফেব্রুয়ারি (বুধবার) ফরহাদ মিয়া বাদী হইয়া উক্ত বিষয়ে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন৷
বিজ্ঞাপন
এবিষয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ সালাম মুঠোফোনে জানায় এ বিষয়ে আমরা অবগত৷ ফরহাদ মিয়া বাদি হয়ে ১১ জনের নাম উল্লেখ সহ আরো ৫ -৬ জন অজ্ঞাত আসামী করে একটি লিখিত অভিযোগ করেছে সেই ভিত্তিতে ঘটনা তদন্তের সপক্ষে একটি মামলা হয়েছে মামলা নং ৬ তারিখ ০৯/০২/২০২৪ ইং, আমরা পরবর্তী ব্যাবস্থা গ্রহন করবো।