মির্জাপুরে ৩ টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ৪ জন আটক করেছে পুলিশ
মির্জাপুর পুলিশের ১ টি দল বিশেষ অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে।
উজ্জ্বল মিয়াঃ ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) গোপন সংবাদেদ ভিত্তিতে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম এর নেতৃত্বে এস,আই,আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে মির্জাপুর থানার পুস্টকামারী সাকিনস্থ জহুরবাড়ী মোড় সংলগ্ন মোঃ রানা দেওয়ানের থেরাপী বাইক সেন্টারে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেন, চোর চক্রের দখলে থাকা তিনটি চোরাই মটর সাইকেল সহ একটি মাস্টার চাবি উদ্ধার করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার কৃত আসামীরা হলেন ১.টাঙ্গাইল দেলদুয়ার থানার ছিলিমপুর ইউনিয়নের গজিয়াবাড়ি গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোঃ জসিম উদ্দিন (২৮),২.মো,জাহিদ হোসেন (২৮) ঢাকা জেলার ধামরাই থানাধীন চৌহাট এলাকার মো: রজ্জব আলীর ছেলে। ৩.মো: মেহেদী হাসান রাব্বি (২৮) টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন হামিদপুর এলাকার সোবহান মিয়ার ছেলে। ৪.খন্দকার রোমান(২৪) একই জেলার মির্জাপুর থানাধীন গোড়াই নজিরপাড়া এলাকার খন্দকার রিপন মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
এ সময় তাদের কাছ থেকে ১টি পুরাতন কালো ও সিলভার রং মিশ্রীত রেজিঃ বিহীন ঝটতটকও , এওঢঢঊজ-১৫৫, সিসি মটর সাইকেল, যাহার চেসিস নং-জগইখ-ঘএ৪ইড১৭৮০৯৭, ইঞ্জিন নং- ইএঅ১-৯১১০৫৮, এর সাথে মটর সাইকেলের চাবিসহ যাহা সচল মটর সাইকেল, ২/ একটি পুরাতন লাল কালো মিশ্রীত রংয়ের রেজিঃ বিহীন উওঝঈঙঠঊজ-১১০ সিসি মটর সাইকেল, যাহার চেসিস নং-গউ২অ১৫অ ণ৯কডউ৯৩৬০৯ ,ইঞ্জিন নং-ঔইণডকঈ৮৬৩৫৯ এর সাথে মটর সাইকেলের চাবিসহ যাহা সচল মটর সাইকেল, ৩/পুরাতন কালো ও সিলভার রং মিশ্রীত রেজিঃবিহীন ঝটতটকও এওঢঢঊজ-১৫৫, সিসি মটর সাইকেল, যাহার চেসিস নং-জগইখ-ঊউ১৩ঋ-১০৩১২০, ইঞ্জিন নং- ইএঅ১-৭৩৩২২৯, এর সাথে মোটর সাইকেলের চাবিসহ যাহা সচল মটর সাইকেল। ৩(তিনটি) মোটর সাইকেল উদ্ধার করা হয়। যাহার সর্ব মোট মূল্য-৬,৪০,০০০টাকা (ছয় লক্ষ চল্লিশ হাজার)।
বিজ্ঞাপন
এস আই আবুল বাশার জানানা আসামীরা আন্তঃজেলা সংঘবদ্ধ মটর সাইকেল চোরদলের সক্রিয় সদস্য। আসামীরা পেশাদার চোরাই মটর সাইকেল ক্রয় ও বিক্রয়ের ব্যাপক জনশ্রæতি রহিয়াছে। আসামীদের প্রকাশ্য কোন জীবিকার নির্বাহের পন্থা নাই।চোরাই মটরসাইকেল ক্রয় বিক্রয় করাই তাহাদের একমাত্র পেশা বলিয়া জানায়। আাসমীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ চোরাই মটর সাইকেল বিভিন্ন থানা ও জেলা হইতে সংগ্রহ করিয়া নিজ নিজ হেফাজতে রাখিয়া চোরাই মটর সাইকেল ক্রয় বিক্রয় করিয়া আসিতেছে বলিয়া স্বীকার করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো: রেজাউল করিম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান তিনটি মোটরসাইকেল উদ্ধারসহ মোটরসাইকেল চোর চক্রের চারজন কে আদালতে প্রেরণ করা হয়েছে।পুলিশের এধরণের অভিযান চলমান থাকবে।