ডিবি, টাঙ্গাইল কর্তৃক ১টি সিএনজি উদ্ধারসহ আন্তঃ জেলা চোরচক্রের ০১ সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক :গত ০৮ডিসেম্বর ২০২৩ খ্রি. তারিখ রাত অনুমান ০১.২০ ঘটিকায় টাঙ্গাইল জেলার বাসাইল থানাধীন নাইকানীবাড়ী গ্রামের মোঃ রিপন এর বসত বাড়ির উঠান হতে তার মালিকানাধীন ০১টি সিএনজি অজ্ঞাতনামা চোর বা চোরেরা চুরি করে নিয়ে চলে যায়। এই সংক্রান্তে বাসাইল থানার মামলা নং-০৩, তারিখ-০৬/০৩/২০২৪ খ্রি. ধারা- ৩৭৯ পেনাল কোড রুজু হয়।
বিজ্ঞাপন
উক্ত চুরি ঘটনাটি ক্লু-লেস ও চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার, টাঙ্গাইল এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), টাঙ্গাইল এর নেতৃত্বে দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য ডিবি, টাঙ্গাইল একটি চৌকস পুলিশ টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে।
বিজ্ঞাপন
ইং ২০/০৩/২০২৪ তারিখ ১৫.২০ সময় উক্ত চুরির সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে ১ জন আসামী গ্রেফতার করেন। এবং আসামীর হেফাজতে থাকা মামলার ঘটনায় চুরিকৃত ০১টি সিএনজি উদ্ধার করেন।
গ্রেফতার কৃত আসামী মোঃ রাসেল মিয়া (৩১), নরসিংদী জেলার সদর থানাধীন গ্রাম- ভেলানগর (মধ্যপাড়া) গ্রামের মৃত কালু মিয়া কালু মিস্ত্রীর ছেলে। আসামির বর্তমান ঠিকানা-ঘোড়াশাল টেকপাড়া (জনৈক বাদল মিয়ার বাড়ির ভাড়াটিয়া), থানা-পলাশ, জেলা-নরসিংদী।
বিজ্ঞাপন
টাঙ্গাইল পুলিশ সুপার সরকার মো : কায়সার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিএনজি চুরি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে নিজের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। উক্ত চুরি সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।