জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের ইফতার মাহফিল অনুষ্ঠিত
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ প্রতিনিধি :শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় টাঙ্গাইল বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ।
বিজ্ঞাপন
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাসুদুর রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম টুটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খন্দকার নিপুণ হোসাইন, টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সদস্য আশিকুর রহমান পলাশ, জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আরমান কবীর সৈকত, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পণ্ডিত, সাবেক সভাপতি শাহ্ আলম, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, ক্লিন টাঙ্গাইলের সভাপতি শাহীন চাকলাদার, সেন্টার ফর রুরাল ডিজেবল ডেভলপমেন্ট (সিআরডিডি) টাঙ্গাইলের সভাপতি এইচ.কে ইউসুফ জাই, সাপ্তাহিক পাপিয়া পত্রিকার সম্পাদক সেলিম তরফদার প্রমূখ।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।মোনাজাতে দোয়া করে শহরের বায়তুল মাহফুজ জামে মসজিদের ইমাম হাফেজ মওলানা মো: ফজলুল হক।
বিজ্ঞাপন
এই ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সকল সদস্য ও ১২টি উপজেলার সাবেক ও বর্তমান নেতা /নেত্রী ও সদস্য সহ বিপুল সংখ্যক জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষে নিজ প্রচেষ্টা ও উদ্যোগ এ আয়োজন টি করায় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিট সহ থানা পর্যায়ের সকল নেতা কর্মীরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম টুটুল কে ধন্যবাদ জানিয়েছে।
এই ইফতার ও দোয়া মাহফিল সফল করতে সাধারণ সম্পাদককে সার্বিকভাবে সহযোগিতা করেছেন যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরমান কবির সৈকত, মানবাধিকার বিষয়ক সম্পাদক উজ্জল মিয়া,কার্যকরী সদস্য মো: কামরুজ্জামান, সদস্য নাজমুল হাসান, এম এ করিম,মো: হাবিবুল্লাহ বাহার,মজনু মন্ডল,মো:তোফাজ্জল হোসেন, মো:আতোয়ার রহমান খান,মো: নজরুল ইসলাম লেবু।