নাগরপুরে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার বস্ত্র বিতরণ ও ইফতার
নাগরপুর থেকে কায়কোবাদ:টাঙ্গাইলের নাগরপুরে সামাজিক সেবামুলক সংগঠণ একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের উপহার হিসেবে সুবিধা বঞ্চিতদের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৬ এপ্রিল)সরকারি যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়। সংস্থার সভাপতি ল্যাব ওয়ান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. আজিম হোসেনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মালেক।
বিজ্ঞাপন
সংস্থার সাধারণ সম্পাদক মো. তোফাজ্জল হোসেন তুহিন এর উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন,নাগরপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. আনিসুর রহমান আনিস, সম্মানিত সদস্য সাংবাদিক মো.কায়কোবাদ ও মিজানুর রহমান শাহিন।বিতরণ অনুষ্ঠানে সংস্থার সহ-সভাপতি মো. নুরুলইসলাম, মো. শাহিন মিয়া, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুর রহমান-সহ সংগঠনের সকল সদস্য ও সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন। সংস্থার উদ্যোগে এবার ২শত ৩০টি কাপড় ও ৩০টি লুঙ্গি বিতরণ ও বিকেলে ইফতারের আয়োজন করা হয়।
নাগরপুর,টাঙ্গাইল
তারিখ: ০৬.০৪.২০২৪