রংপুরর গণেশপুর কিশার গ্যাং এর লিডার মাঃ মেরাজ’কে গ্রেফতার করেছে র্যাব-১৩, রংপুর।
গত ১মে ২০২৪ তারিখ রংপুর মহানগরীর গণেশপুর বকুলতলা এলাকায় মাঃ মিরাজ(২০) ও তার অন্যান্য কিশার গ্যাং সদস্যরা “ভাই ভাই হােটেল এন্ড রস্টুরেট” এর সামনে পটকা ফুটাতে থাকে। এতে হােটল ম্যানজার মা: শাহরিয়ার (২৬) বিরক্তি প্রকাশ করে এবং তাদের বাবা মা এর কাছে তাদের নামে অভিযােগ দিবে বলে জানায়। তখন তারা সেখান থেকে চলে যায়।
বিজ্ঞাপন
পরবর্তীতে মিরাজ ও তার কিশার গ্যাং সদস্যরা গত ২ মে দা, কিরিচ, লােহার রডসহ দেশীয় অস্র নিয়ে ” ভাই ভাই হােটেল এন্ড রস্টুরেট” এ হামলা চালায়। এই ঘটনায় ম্যানজার মা: শাহরিয়ার গুরুতর আহত হন। এই ঘটনায় হােটেল মালিক বাদী হয়ে রংপুর কােতয়ালী থানায় একটি মামলা করেন যার মামলা নং-৫/২০১১, তারিখ ০২/০৫/২০২৪ ধারাঃ ১৪৩/৪৪৮/৩২৪/৩২৬/৩০৭/৩৮০/৪২৭/৫০৬ পনাল কাড।
বিজ্ঞাপন
বর্ণিত ঘটনাটির সিসি টিভি ফুটজ সামাজিক যােগাযােগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। এছাড়াও গনমাধ্যমে ব্যপক ভাবে প্রচারিত হলে ব্যাপক চাঞ্চল্যর সষ্টি হয়। ঘটনার পর ঐ এলাকার কিশোর গ্যাং লিডার মিরাজের সাথে থাকা অন্য দুই জন পুলিশ কর্তৃক গ্রেফতার হলও মিরাজ গা ঢাকা দেয়।
বিজ্ঞাপন
এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ১২মে ২০২৪ তারিখ দুপুর ০১ টায় রংপুর জেলার মিঠাপুকুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে এই চাঞ্চল্যকর ঘটনায় কিশোর গ্যাং লিডার মো: মিরাজ (২০) কে আটক করে র্যাব-১৩, রংপুর। ধৃত আসামীকে রংপুর জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।আসছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান।
বিজ্ঞাপন
র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর এর স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘাষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান।