টাঙ্গাইলর মির্জাপুরে বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সম্পাদক ডিপজলের নেতৃীত্বে তারকাদের মিলন মেলা
মোঃআতায়ার রহমান খান সাদত: টাঙ্গাইলর মির্জাপুর কাটরা গ্রামে বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক খলনায়ক মনােয়ার হােসন ডিপজল এবং সিনিয়র সহ-সভাপতি ডি এ তায়বের নেতৃীত্বে তারকাদের মিলন মেলায় পরিনত হয়েছিল।রবিবার (১২ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাটরা গ্রামে ডি এ তায়েবের বাড়িতে ছিল তারকাদের মিলন মেলার আয়ােজন।
বিজ্ঞাপন
তীব্র রােদ আর গরম উপক্ষা করে এলাকার শিশু- কিশাের, নবীন-প্রবীণ এবং নতুন প্রজন্মের ছেলে মেয়েরা তারকাদের দেখতে দিন ভর ভিড় জমিয়ে ছিলো । অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে ছিল শিল্পীদর গান, নাচ, কতুক, গল্পসহ নানা স্মতিচারণ। ডি এ তায়ব ফ্রন্ডস ক্লাব এবং ডায়মন্ড গ্রুপ বাংলাদশ চলচিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্য এবং চলচিত্র জগতের তারকাদের নিয় মিলন মেলার স্পন্সর ছিলেন।
বিজ্ঞাপন
তারকাদর মধ্য উপস্থত ছিলেন বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির সদস্য আলীরাজ, দিলারা , রতা কবির, সুব্রত, নানাশাদ, আলকজান্ডার ব, শাহানুর, পলি, মুক্তি, আনা,জ্যাকি আলমগীর, কমল পাটকার চৌধুরী, রানা গাজী, আরমান, চুন্নু, খলনায়ক শিবা, মাহবুবা শাহরীন ও সানি রহমানসহ অনকই। ব্যস্তার কারনে শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি মিশা সওদাগর, সহসভাপতি রুবল এবং সুচরিতা উপস্থিত হতে পারননি বলে আয়ােজকরা জানিয়েছেন।
বিজ্ঞাপন
এ ব্যাপারে বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি ও ডিবির সাবেক ওসি ডি এ তায়েব জানান, বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতি তারকাদের নিয়ে একটি সামাজিক বন্ধন প্রতিষ্ঠান। চলচিত্র উনয়নই এখন নবনির্বাচিত কমিটির সদস্যদের মুল কাজ। আজ আমার বাড়িতে দেশের খ্যাতিমান তারকাদের মিলন মেলার আয়াজন করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।
এ ব্যাপার বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হােসন ডিপজল বলেন, আমরা যারা শিল্পী তারা সবাই গ্রাম থেকে উঠে এসেছি। তাদর মধ্য অন্যতম ছিলন টাঙ্গাইলের কৃতি সন্তান প্রয়াত নায়ক মান্না। তিনি ছিলেন আমার অত্যন্ত আদরের একজন নায়ক। তিনি চলচিত্রের উনয়নে ব্যাপক কাজ করেছেন। তিনি আজ আমাদর মাঝে নেই। তার কর্ম আমাদের অনুপ্রাণিত করে। বর্তমান দেশে চলচিত্রের সংকট চলেছ। নানা প্রতিকুলতার মাঝে এবং বিদশীদের সঙ্গে পাল্লা দিয়ে এই শিল্প টিকিয়ে রাখা অনেক কষ্টকর হয়ে পরেছে। আমরা নবনির্বাচিত কমিটির সকল সদস্য মন প্রাণ দিয়ে এই শিল্পকে অনেক ভালবাসি। পুর্বের সকল দ্বিধা-দ্ধন্ধ ভুলে শিল্পীদের সঙ্গে নিয়ে চলচিত্রের উনয়নের জন্য কাজ করতে চাই।
বিজ্ঞাপন
তারকা মেলার অনুষ্ঠানে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মা. রজাউল করিম, প্রকশরী শামসুল আলম খান ফাউন্ডশনের চেয়ারম্যান ডা. শাহিনুর রহমান শাওন, ডি এ তায়েব ফ্রন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মা. হুমায়ন কবীর, সদস্য ডি এ শিপন, নজরুল ইসলাম, ডায়মন্ড গ্রুপের সাধারণ সম্পাদক রাজ, জামুর্কি ইউনিয়ন পরিষদর চয়ারম্যান এবং ডি এ তায়বের ছাট ভাই ডি এ মতিনসহ গণমাধ্যমর কর্মীগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ডায়মন্ড গ্রুপের সৌজন্য বাংলাদেশ চলচিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যদের ক্রস্ট দিয় সংবর্ধনা দওয়া হয়।