ডিবি, টাঙ্গাইল কর্তৃক ১০৮ বোতল বিদেশী মদ উদ্ধারসহ ০১ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার
গত ইং ১৫ জুন শনিরার ২০২৪ তারিখ ডিবি (উত্তর), টাঙ্গাইল একটি চৌকস টিম অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে সন্ধ্যা ০৭:৩০ সময় টাঙ্গাইল সদর থানাধীন এলজিইডি মোড় অবস্থানকালে গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, টাঙ্গাইল সদর থানাধীন পশ্চিম আকুর টাকুর পাড়াস্থ হাউজিং সোসাইটির ১৩নং রোডের জনৈক আবিদা এর বাসার দক্ষিণ পাশের কক্ষে অবস্থান করে একজন ব্যক্তি মাদকদ্রব্য বিক্রয় করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই এবং আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি (উত্তর), টাঙ্গাইলের চৌকস টিমটি ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ১০৮ বোতল বিদেশী মদ যার আনুমানিক মূল্য =৩,৭৮,০০০/- (তিন লক্ষ আটাত্তর হাজার) টাকা উদ্ধারসহ আসামী ০১। মোঃ সোহেল রানা (২১), পিতা- দুলাল মিয়া, গ্রাম- বিন্যাফৈর, থানা- টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইল, বর্তমান ঠিকানা- পশ্চিম আকুর টাকুর পাড়া (হাউজিং সোসাইটির ১৩নং রোডের জনৈক আবিদা এর বাসার ভাড়াটিয়া), থানা- টাঙ্গাইল সদর, জেলা- টাঙ্গাইল ইং ১৫জুন দিবাদত রাত০৮:৫৫ সময় গ্রেফতার করে।
বিজ্ঞাপন
ধৃত আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানার মামলা নং- ২১, তারিখ-১৬/০৬/২০২৪ খ্রিঃ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর সারণির ২৪(খ) রুজু করা হয়।
বিজ্ঞাপন
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্বারকৃত ১০৮ বোতল বিদেশী মদ নিজ হেফাজতে রাখার বিষয়ে নিজের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীকে বিচারর্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।