ভূঞাপুরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠিত
ভূঞাপুর (টাঙ্গাইল) থেকে খন্দকার মাসুদ রানা : টাঙ্গাইলের ভূঞাপুরে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (০১ জুলাই ) সকালে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করেন।
ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ছোট মনির।
বিজ্ঞাপন
এসময় উপস্থিত ছিলেন- নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম, নবনির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মোছাঃ সাদিয়া আফরিন খানম লোপা, সহকারী কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আখতার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুস ছোবহান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদুল হক টুকু, সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ম সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, সাহিনুল ইসলাম তরফদার বাদল, সাংগঠনিক সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাবেক জেলা পরিষদের সদস্য আজহারুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এমএ মজিদ মিয়া, ইউপি চেয়ারম্যান মোঃ দিদারুল আলম মাহবুব, শাহ আলম শাপলা, সাইদুল ইসলাম তালুকদার দুদু, মোঃ দুলাল হোসেন চকদার, মোঃ মাসুদুল হক মাসুদ, মোঃ রফিকুল ইসলাম রফিক, অর্জুনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লা, নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন সরকার সহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন- সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল ইসলাম।