কালিহাতীতে ইনতিজার শিশুবৃত্তি পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্ঠিত
কালিহাতী থেকে সৈয়দ মহসীন হাবীব সবুজ : টাঙ্গাইলের কালিহাতীতে ইনতিজার শিশুবৃত্তি পুরস্কার বিতরণ-২০২৩ অনুষ্ঠিত। শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০ টায় কালিহাতী উপজেলা হলরুমে সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সম্পাদক, প্রকাশক, ইনতিজার শিশুবৃত্তির প্রতিষ্ঠাতা অধ্যাপক এবিএম আব্দুল হাইয়ের সভাপতিত্বে উদ্বোধন ও ধন্যবাদ জ্ঞাপন করেন যুদ্ধকালীন হনুমান কোম্পানির কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙাল।
বিজ্ঞাপন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ফরহাদ আলী। সঞ্চালনায় ছিলেন মো. মোমিনুর রহমান। শিশুবৃত্তি পুরস্কার বিতরণে আরো উপস্থিত ছিলেন মো. এনায়েত করিম, সৈয়দ মহসীন হাবীব সবুজ।
বিজ্ঞাপন
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক সৈয়দ মহসীন হাবীব সবুজ। পবিত্র গীতা করেন ছোট্ট এক শিক্ষার্থী। ইনতিজার শিশুবৃত্তির কালিহাতী ও এলেঙ্গা কেন্দ্রের ১৬৭ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়ে সার্টিফিকেট ও ক্রেষ্ট অনুষ্ঠানের মাধ্যমে গ্রহন করেন। এতে শিক্ষার্থীদের মাঝে লেখাপড়ার প্রতিযোগিতা উৎসাহ বৃদ্ধি পায়। বক্তাগণ এ শিশুবৃত্তি প্রতিষ্ঠা করায় অধ্যাপক এবিএম আব্দুল হাই সাহেবকে ভূয়সী প্রশংসা করেন। উদ্বোধন ও ধন্যবাদ জ্ঞাপনকারী যুদ্ধকালীন হনুমান কোম্পানির কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙালকে ক্রেষ্ট তুলে দেন সাপ্তাহিক ইনতিজার পত্রিকার সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজ। বিশেষ অতিথি উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. ফরহাদ আলীকে ক্রেষ্ট তুলে দেন সাপ্তাহিক ইনতিজার পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মো. মোমিনুর রহমান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০০৯ সাল থেকে ইনতিজার শিশুবৃত্তি প্রতিষ্ঠা করেন অধ্যাপক এবিএম আব্দুল হাই। ২০২৩ সালে ৭টি কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত। আগামী ২৬ জুলাই টাঙ্গাইল কেন্দ্রের বৃত্তি প্রাপ্তদের পুরষ্কার প্রদান করা হবে। ইতিমধ্যে কালিহাতীর ভুক্তা কেন্দ্র ও বাসাইল উপজেলার ফুলকি কেন্দ্রের পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় বৃত্তির পুরুস্কার নিতে আসা শিক্ষার্থী, অভিভাবক প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দসহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।