টাঙ্গাইল করটিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সাইফুল ইসলাম সবুজ: টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের মাদারজানী গ্রামে মঙ্গলবার(১৩ আগস্ট) সকালে নানার বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে জুনায়েদ হোসেন নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
নিহত শিশু জুনায়েদ হোসেন দেলদুয়ার সদর উপজেলার আলসা উত্তরপাড়া গ্রামের তাহের মিঞার ছেলে। মাদারজানী মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
নিহত শিশু জুনায়েদ হোসেনের দাদা মো. মোন্নাফ মিয়া জানান, তার ছেলে ও ছেলের বউ দু’জনেই চাকুরি করেন। ছেলে ঢাকায় ও ছেলের বউ টাঙ্গাইল সদর উপজেলা পরিষদে চাকুরি করেন। অফিস করার সুবিদার্র্থে ছেলের বউ তার বাবার বাড়িতে থাকতেন।
প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে শিশু জুনায়েদ হোসেনকে নানির কাছে রেখে মা ঝুমা বেগম অফিসে যান। মা অফিসে যাওয়ার কিছুক্ষন পর থেকেই শিশুটিকে পাওয়া যাচ্ছিলনা। অনেক খোঁজাখুজির পর মাদারজানী গ্রামের নানা মো. জুয়েল মিয়ার বাড়ির পাশে ডোবায় ভাসমান অবস্থায় শিশু জুনায়েদকে স্থানীয়রা দেখতে পায়।
বিজ্ঞাপন
পরে শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।