রংপুরে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় স্বামী গ্রেফতার
রংপুর থেকে এম.মিরু সরকার : রংপুর নগরীর তাজহাট থানার দর্শনা কলেজপাড়া এলাকায় যৌতুকের দাবিতে দুই সন্তানের জননী মালা বেগম (৩৫) কে মানসিক ও শারীরিক নির্যাতন করে আহত করার ঘটনায় দায়ের করা মামলায় স্বামী শিমুল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৯ শে আগষ্ট বৃহস্পতিবার তাজহাট থানার রংপুর মেট্টোপলিটন পুলিশ কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
মামলার এজাহারের তথ্য সূত্রে জানা গেছে, এই মামলায় প্রধান আসামী করা হয়েছে অভিযোগকারী মালার স্বামী মোঃ শিমুল মিয়া (৩৫), ২ নং মোঃ আশিদুল (৫০) পিতা বুলু মিয়া ও ৩ নং মোছাঃ রাশেদা বেগম (৬৮) কে আসামী করে গত ২৮ আগস্ট তাজহাট থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
বিজ্ঞাপন
অভিযোগকারী মালা বেগম বলেন, স্বামী শিমুল মিয়ার সঙ্গে ২০০২ইং সালে পারিবারিকভাবে বিবাহ হয়। এক মেয়ে ও এক ছেলে জন্ম হয়। দুই সন্তানকে নিয়ে সুখে দিন কাটলেও এক পর্যায়ে ২-৩ নং আসামীর কু-পরামর্শে তার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়।
বিজ্ঞাপন
গত ২১ আগস্ট আনুমানিক সকাল ৯টায় আসামীর বাড়িতে অবস্থানকালে ২-৩নং আসামীদ্বয়ের কু- পরামর্শে যৌতুক দাবি করে ১নং আসামী বাঁশের লাঠি দিয়ে বেধরক মারপিটসহ শারীরিক নির্যাতন করে বিভিন্ন স্থানে ফোলা, জখম ও রক্তাক্ত করে।
বিজ্ঞাপন
পরে স্বাক্ষীগন প্রতিবেশীদের সহযোগিতায় অটোযোগে আহত মালা বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১৬নং ওয়ার্ডে ভর্তি করান। গত ২৭ আগস্ট চিকিৎসা শেষে ছাড়পত্র প্রদান করা হয়। মালা বেগম বলেন, ২৮আগস্ট আমি নিজেই বাদী হয়ে আমার স্বামীকে ১নং আসামীসহ আরও ২জনকে আসামী করে একটি মামলা দায়ের করি। আমি অসহায় একজন নারী হয়ে আইনের কাছে এর সুষ্ঠু বিচার চাই।
সংশ্লিষ্ট থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, মামলার প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।