টাঙ্গাইল পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা
শুভ সাহা : ১সেপ্টেম্বর জেলা পুলিশ, টাঙ্গাইল এর আয়োজনে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মোঃ গোলাম সবুর পিপিএম-সেবা, পুলিশ সুপারের বদলি জনিত বিদায় সংবর্ধনা পুলিশ সুপারের কার্যালয়ে যথাযোগ্যভাবে অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
এ সংবর্ধনা অনুষ্ঠানে জনাব মো:গোলাম সবুর পিপিএম-সেবা, পুলিশ সুপার, জেলা পুলিশ টাঙ্গাইলের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও অন্যান্য অফিসারগণ বিদায়ী পুলিশ সুপারের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভুয়সী প্রশংসা করে স্মৃতিচারণ করেন।
বিজ্ঞাপন
এ স্মৃতিচারণের সময় বক্তব্যে টাঙ্গাইল জেলায় কর্মকালীন সময়ে পুলিশ সুপার জনকল্যাণমূলক কাজ করে জেলার সর্বস্তরের মানুষের সাথে সম্পর্ক স্থাপন, জেলা পুলিশের কল্যাণে বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ,জেলা পুলিশের সেবার মান ও প্রক্রিয়াকে পরিবর্তনের পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃংখলার নিরব বিপ্লব ঘটিয়েছেন।
তার মেধা,পরিশ্রম ও পারদর্শিতার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখেন। উপস্থিত সকলে বিদায়ী অতিথি ও তার পরিবারের সদস্যদের মঙ্গল ও কর্মজীবনের সুখ-সমৃদ্ধি কামনা করেন। পুলিশ সুপার তার বক্তব্যে টাঙ্গাইল জেলায় কর্মকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন।
বিজ্ঞাপন
এছাড়াও দায়িত্ব পালনকালে প্রশাসনিক কারণে অনেক সময় কঠোর হয়েছেন সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান এবং সকলের নিকট ব্যক্তিগত,পেশাগত ও পরিবারের জন্য দোয়া কামনা করেন।এ বিদায় সংবর্ধনা ও শুভেচ্ছা বিনিময় শেষে বিদায়ী পুলিশ সুপারকে পুলিশ লাইন্স অস্ত্রাগার এবং পুলিশ সুপারের কার্যালয়ে জেলা পুলিশের দুইটি চৌকস দল গার্ড অফ অনার প্রদান করেন।
বিজ্ঞাপন
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো:শরফুদ্দীন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)।এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ এবং সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন বলে তথ্য সুনিশ্চিত করা হয়েছে।