কালিহাতিতে অপহরণ মামলার রহস্য উদঘাটনসহ গ্রেফতার ০৩
কালিহাতির এলেঙ্গা থেকে সিএনজি যোগে ১ নারীকে হাত-পবেঁধে অপহরন ও মুক্তি পোন আদায় মামলার তিন আসামি গ্রেপ্তার সহ উদঘাটন করেছে পুলিশ।
বিজ্ঞাপন
গত ইং ১১আগস্ট ২০২৪ তারিখ অনুমান রাত ০৮.৫২ ঘটিকায় কালিহাতি থানাধীন এলেঙ্গা সিএনজি স্ট্যান্ড থেকে নারী ভিকটিম নিজ বাড়িতে যাওয়ার পথে বাংড়া বাসস্ট্যান্ড এলাকায় যাওয়ার পর সিএনজিতে যাত্রীবেশে থাকা অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা নারী ভিকটিমের হাত পা ও মুখ বেধেঁ সিএনজি ঘুরিয়ে পূনরায় ময়মনসিংহ লিংকরোড় হয়ে যুমনা সেতু দিকে নিয়ে যায়। নারী ভিকটিমকে খুন ও জখমের হুমুকি দেখিয়ে তার নিজের কাছে থাকা নগদ ১৩০০ টাকা সহ বিকাশের মাধ্যমে তার বাবা নিকট হতে সবমোর্ট (১৩০০+৩৫,০০০)=৩৬,৩০০/- টাকা নিয়ে নেয়। পরবর্তীতে বাঘুটিয়া এলাকায় রাস্তার পাশে নারী ভিকটিমকে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ফেলে পালিয়ে যায়। এই সংক্রান্তে কালিহাতি থানার মামলা নং-০৮, তারিখ-১৯/০৮/২০২৪ ইং, ধারা- ৭/৮/৯(৪) (খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩: রুজু হয়।
বিজ্ঞাপন
উক্ত অপহরণ মামলার ঘটনাটি ক্লু-লেস এবং চাঞ্চল্যকর হওয়ায় পুলিশ সুপার, টাঙ্গাইল এর নির্দেশনায় দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য জেলা পুলিশ, টাঙ্গাইল এর একটি চৌকস পুলিশ টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করে। উক্ত অপহরণের সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে ৩ জন আসামকে গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ আমিনুল (৩০), পিতা লাল মিয়া ওরফে নালে, গ্রাম -নগরবাড়ি, থানা-কালিহাতী, জেলা- টাঙ্গাইল কে ইং ০৯সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ০১:১০ ঘটিকায় কালিহাতি থানাধীন নগরবাড়ি নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয় এবং আসামী ০২। আব্দুর রহমান ওরফে রানা (৩০), পিতা- ইয়ারহাম, গ্রাম- বুচিয়া নাগরবাড়ি, থানা- মধুপুর, জেলা- টাঙ্গাইল কে ইং ০৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি: রাত ২:১৫ ঘটিকায় ঘাটাইল থানাধীন খায়েরপাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেওয়া তথ্য মতে আসামী ০৩। মোঃ জুবায়ের হোসেন (২১), পিতা -আব্দুল আজিজ, গ্রাম- পালিমা, থানা- কালিহাতী, জেলা- টাঙ্গাইল কে একই রাত ০৩:৩০ ঘটিকায় কালিহাতি থানাধীন পালিমা নিজ বাড়ি হতে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
ধৃত আসামীদের হেফাজত হতে অত্র মামলার ঘটনায় বিকাশে টাকা নেওয়ার ব্যবহৃত মোবাইল ফোন ও একটি সিএনজি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
বিজ্ঞাপন
ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহরণ মামলার ঘটনার সাথে জড়িত থাকা বিষয়ে নিজেদের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীদের বিচার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত অপহরণ মামলার ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
টাঙ্গাইল পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।