টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যান মুতালিবের অপসারণ দাবিতে বিএনপির মানববন্ধন
স্টাফ রিপোর্টার :টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. মোতালিব হোসেনের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রোববার বেলা সাড়ে ১১টায় মগড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কুইজবাড়ি সড়কে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। সভা আহ্বান ছাড়া বাজেট, বৈষম্যহীন ট্যাক্স, বিভিন্ন উন্নয়ন তহবিলের টাকা ও প্রকল্পের নামে টাকা আত্মসাত, পরিষদে গড় হাজিরার মত দূর্নীতিতে সম্পৃক্তসহ হত্যা মামলার এজাহারভুক্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুতালিব হোসেনের অপসারণ দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
মগড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনিছুর রহমান উত্তম, সিনিয়র যুগ্ম সম্পাদক নূর মোহাম্মদ, ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য হারুন মিয়া প্রমুখ। এ সময় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক খোদা বকস্, সদস্য সচিব রাসেল রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক মাইন উদ্দিনসহ ইউনিয়ন বিএনপি,অঙ্গসহযোগী সংগঠণের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।