র্যাবের অভিযানে ছাত্র জনতার আন্দোলনে গুলি বর্ষণ করে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক সিরাজগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান লাবু তালুকদারকে গ্রেফতার।
গত ০৪ আগস্ট ২০২৪ তারিখে সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ জেলার সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে গুলি করে, পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ছাত্র জনতার গণ আন্দোলন নসাৎ করার জন্য পিস্তল দিয়ে গুলি বর্ষণ করলে, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণরত ভিকটিম ১। মো. সুমন, ২। আব্দুল লতিফ ৩। জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু সর্ব থানা-সদর, জেলা-সিরাজগঞ্জ গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত অবস্থায় নর্থ বেঙ্গল হাসপাতাল, সিরাজগঞ্জ-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহত রঞ্জুর স্ত্রী মৌসুমী খাতুন বাদী হয়ে ১৫০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
নিহত সুমনের বাবা গঞ্জের আলী বাদী হয়ে ১৫৪ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জনকে আসামি করে একই থানায় আরেকটি মামলা দায়ের করেন এবং নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের বোন মোছা. সালেহা খাতুন বাদী হয়ে ১৫৯ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১০০/১৫০ জনের নামে সদর থানায় মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় অদ্য ৩০/০৯/২৪ ইং তারিখ ১৫.০০ ঘটিকায় সময় র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১২, সদর কোম্পানি ও র্যাব-০৯, এর একটি চৌকস অভিযানিক দল ‘‘মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার মো. দেলোয়ার হোসেন বাচ্চুর বাসায়’’ যৌথ অভিযান পরিচালনা করে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
ক। ডাঃ জান্নাত আরা হেনরী (৫৫) এর মামলা নিম্নরুপ-সিরাজগঞ্জ সদর থানার মামলা নং-১২, তারিখ- ০৮/০৮/২০২৪, ধারাঃ ১৯(ধ)/১৯(ভ)/১৯(র)/২০ ঞযব অৎসং অপঃ, ১৮৭৮.
সিরাজগঞ্জ সদর থানার মামলা নং-১৭, তারিখঃ ২২/০৮/২০২৪, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড। সিরাজগঞ্জ সদর থানার মামলা নং-১৮, তারিখঃ ২২/০৮/২০২৪, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড।সিরাজগঞ্জ সদর থানার মামলা নং-১৯, তারিখঃ ২২/০৮/২০২৪, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড।
খ। মোঃ লাবু তালুকদার (৫৮) এর মামলা নিম্নরুপ- সিরাজগঞ্জ সদর থানার মামলা নং-১২, তারিখ- ০৮/০৮/২০২৪, ধারাঃ ১৯(ধ)/১৯(ভ)/১৯(র)/২০ ঞযব অৎসং অপঃ, ১৮৭৮.সিরাজগঞ্জ সদর থানার মামলা নং-১৭, তারিখঃ ২২/০৮/২০২৪, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড।
সিরাজগঞ্জ সদর থানার মামলা নং-১৮, তারিখঃ ২২/০৮/২০২৪, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড। সিরাজগঞ্জ সদর থানার মামলা নং-১৯, তারিখঃ ২২/০৮/২০২৪, ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড।
গ্রেফতারকৃত আসামিদ্বয় ১। ড. জান্নাত আরা হেনরী (৫৫), স্বামী- মোঃ লাবু তালুকদার, ২। মোঃ লাবু তালুকদার, উভয় সাং-শেখ মুজিব রোড, থানা- সিরাজগঞ্জ, জেলা- সিরাজগঞ্জ।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ। কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান।