ডিবি, টাঙ্গাইল কর্তৃক ৭৬ বস্তা চোরাই চাউল উদ্ধারসহ গ্রেফতার ১
মধুপুর পৌরসভা “মেসার্স হাজী” নামক একটি সেমি অটো রাইজ মিলের চুরি যাওয়া মধুপুর থানার মামলার ৭৬ বস্তা চোরাই চাউল উদ্ধারসহ ১ জনগ্রেফতার করেছে ডিবি, টাঙ্গাইল ও মধুপুর থানা পুলিশ।
বিজ্ঞাপন
গত ১২অক্টোবর ২০২৪ তারিখ অনুমান সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন মধুপুর পৌরসভা “মেসার্স হাজী” নামক একটি সেমি অটো রাইজ মিল ঘরের মেইন গেইট ও দরজার তালা কেটে রাতের অন্ধকারে রাইজ মিলের ভিতরে ঢুকে অজ্ঞাতনামা চোর বা চোরেরা ৫০ কেজির ১৩০ টি, চাউলের বস্তা যার অনুমানিক মূল্য ৩,৯০,০০০/- টাকা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এই সংক্রান্তে মধুপুর থানার মামলা নং-০৮, তারিখ-১৫/১০/২০২৪ খ্রি. ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড রুজু হয়।
বিজ্ঞাপন
চুরির মামলাটি ক্লু-লেস হওয়ায় পুলিশ সুপার, টাঙ্গাইল এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), টাঙ্গাইল এর নেতৃত্বে দ্রুত মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করার জন্য ডিবি, টাঙ্গাইল ও মধুপুর থানা পুলিশের সমন্বয়ে একটি চৌকস টিম নিরন্তর প্রচেষ্টা চালিয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চুরি ঘটনার রহস্য উদঘাটন করে। উক্ত চুরির সাথে জড়িত ব্যক্তির অবস্থান সনাক্ত পূর্বক অভিযান পরিচালনা করে ২২ অক্টবর রাতে জেলার ভূঞাপুর থানাধীন নারিন্দিয়া এলাকা হতে ১জন আসামি গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
আসামী আব্দুল হাই (৪১), টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন মালতী পাড়া গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
ধৃত আসামী আব্দুল হাই (৪১) এর হেফাজত হতে মামলার ঘটনায় চুরিকৃত ৫০ কেজি ওজনের ৭৬ বস্তা চোরাই চাউল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
বিজ্ঞাপন
ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১৩০ বস্তা চাউল চুরি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে নিজের দোষ স্বীকার করে। উপরোক্ত আসামীকে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে ফৌজদারী কার্যবিধি আইনের ১৬৪ ধারা মোতাবেক নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। উক্ত চুরি সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতার করার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
টাঙ্গাইল পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।