ডাকাতিকৃত ০৪ টি গরু উদ্ধার আন্তঃজেলা ডাকাত দলের ০৫ (পাঁচ) সদস্য গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর), এর অভিজানে ২২নভেম্বর ২০২৪ খ্রিঃ গাজীপুর জেলার কোনাবাড়ী ও কালিয়াকৈর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের ০৫ (পাঁচ) সদস্য ১। রাকিব ওরফে রকিব (২৬), ২। মাসুম (২২), ৩। মোঃ রিফাত (২১), ৪। মোঃ ফরহাদ হোসেন (৩৪), ৫। নুর মোহাম্মাদ ওরফে দয়াল (২০)’কে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
গ্রেফতারের পর আসামীদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডাকাতিকৃত ৪টি গরু উদ্ধার করা হয়। আসামীরা আন্তঃজেলা ডাকাত দলের সদ্যস্য। মামলার বাদী মোঃ মাহাবুব ইসলাম (২৫) একটি পিকআপ (যার রেজিঃ নং ঢাকা-মেট্রো-ন-১৯-২১৭৪) ভাড়ায় চালিয়ে থাকেন। বাদী ০৩/১১/২০২৪ খ্রিঃ সকাল অনুমান ১১:০০ ঘটিকায় জনৈক মোঃ দৌলোদুজ্জামান (৫৮) এর বিক্রয়কৃত ০১ টি বড় গর্ভবর্তী কালো সাদা রংয়ের গাভী, যার মূল্য ১,৮০,০০০০/- (একলক্ষ আশি হাজার) টাকা ও জনৈক মোঃ আশরাফুল আলম (৪৫) এর ০১টি সাদা কালো রংয়ের বাছুরসহ গাভী, যার মূল্য ৩,১০,০০০/- (তিন লক্ষ দশ হাজার) টাকা গাজীপুর মহানগর এলাকায় পৌঁছে দেয়ার জন্য ভাড়ায় চুক্তিবদ্ধ হন।
বিজ্ঞাপন
বাদী চুক্তি অনুযায়ী গত ০৪/১১/২০২৪ খ্রিঃ গরু পৌছে দেয়ার জন্য রওনা হন এবং রাত অনুমান ০১:০০ ঘটিকায় টাঙ্গাইল সদর থানাধীন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মাদারজানী ফুটওভার ব্রীজ হইতে অনুমান ২০ গজ দক্ষিনে ঢাকাগামী মহাসড়কের উপর পৌঁছামাত্রই পিছন থেকে আসা একটি অজ্ঞাত সাদা রংয়ের অজ্ঞাতনামা পিকআপ যোগে অজ্ঞাতনামা ৮/৯ জন ডাকাত বাদীর ট্রাককে থামায় এবং গরুসহ পিকআপটি ডাকাতদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। পরবর্তীতে ট্রাকে থাকা বাদীর সহিত লোকজনকে বিভিন্ন জায়গায় হাত পা বেধে ফেলে দিয়ে গরুসহ পিকআপ নিয়ে চলে যায়। বাদী উক্ত বিষয়ে অজ্ঞাতনামা ডাকাতদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানার মামলা নং-১১, তারিখ-০৫/১১/২০২৪ খ্রিঃ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড রুজু হয়। জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু বিপিএম (সেবা), পুলিশ সুপার, টাঙ্গাইল মামলাটিকে গুরুত্ব বিবেচনায় জেলা গোয়েন্দা শাখা (উত্তর), টাঙ্গাইলকে অধিক গুরুত্ব দিয়ে তদন্তের নির্দেশ প্রদান করেন।
বিজ্ঞাপন
জনাব মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (সেবা), পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের যথাসময়ে প্রয়োজনীয় দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ শরফুদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে ডিবি (উত্তর), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ এবিএমএস দোহা, বিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই (নিঃ)/মোঃ আহসানুজ্জামান পিপিএম, এসআই (নিঃ)/সুদীপ বাছাড়, এসআই (নিঃ)/মনির হোসেন, এএসআই (নিঃ)/বদলুল আলম ও ফোর্সসহ সফল অভিযানটি পরিচালনা করা হয়। উল্লেখ্য আন্তঃজেলা ডাকাতদের সাজা গ্রেফতারী পরোয়ানাসহ একাধিক ডাকাতি মামলা রয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।