নাগরপুরে জাতীয় ও আন্তর্জাতিক অধিবাসী দিবস পালিত।
নাগরপুর টাঙ্গাইল থেক কায়কোবাদ :-টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ইউরোপীয় ইউনিয়ন ও ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামে আর্থিক সহযোগিতায় পরিচালিত প্রত্যাশা ২ প্রকল্পের উদ্যোগে জাতীয় ও আন্তর্জাতিক অধিবাসী দিবস পালিত হয়েছে।
বিজ্ঞাপন
গতকাল বুধবার প্রবাসীর অধিকার আমাদের অঙ্গিকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার এই শ্নোগানকে সামনে রেখে আন্তর্জাতিক অধিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস রেলী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালন করা হয়।
বিজ্ঞাপন
রেলী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ লোমান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহ, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেন, টিটিসির অধ্যক্ষ জনাবা শাহনাজ পারভীন, তারা বলেন বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশী অধিবাসী রেমিটেন্স যোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমে দেশের বৈদেশিক রিজার্ভ একদিকে যেমন সমৃদ্ধ অন্যদিকে বিদেশ থেকে ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত আশা অধিবাসীদের টেকসই উন্নয়নে কাজ করছে প্রত্যাশা ২ প্রকল্প। জাতীয় ও আন্তর্জাতিক অধিবাসী দিবসে নাগরপুর উপজেলা পরিষদ, টিটিসি, অভিবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা এনজিও অঙ্গসংগঠনগুলো সম্মিলিতভাবে এই দিনটি অত্যন্ত ভাব গাম্ভীর্যের সাথে পালন করে। রেলি আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন ব্রাক মাইগ্রেশন প্রোগাম প্রবাস বন্ধু ফোরামের সদস্যবৃন্দ ও প্রত্যাশা ২ প্রকল্পের প্রেগাম অগ্রানাইজার মোহাম্মদ হারুন অর রশিদ প্রমুখ ।