জাতীয় শোক দিবসে ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান — সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম
নাগরপুর থেকে কায়কোবাদ : ভেদাভেদ ভুলে গিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিম। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের বাদেবিহালী পশ্চিম পাড়া জাতীয় শোক দিবস উদযাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী এ আহবান জানান।
বিজ্ঞাপন
ভাদ্রা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রতিমন্ত্রী তারানা হালিম তিনি আরো বলেন, আজ জাতীয় শোক দিবসে একটি কথা পরিষ্কার করে বলতে চাই আজকের শোককে শক্তিতে রুপান্তরিত করে আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। একটি কুচক্রি মহল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশকে নিয়ে নানা ভাবে ষড়যন্ত্র চালিয়েছে। ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্রকে রুখে দিয়ে সকলে এক হয়ে নাগরপুর-দেলদুয়ারে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল হাসান টুকু, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আরশাদ হোসেন চঞ্চল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. খালিদ হোসেন, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রৌশনারা মাসুদাসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোক দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি গরীব দুখিদের মাঝে খাবার বিতরণ করেন। এছাড়া সাবেক প্রতিমন্ত্রী এ্যাড. তারানা হালিম উপজেলার বিভিন্ন ইউনিয়নে শোক দিবস অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
নাগরপুর-টাঙ্গাইল/তারিখ ঃ ১৭-০৮-২০২৩ ইং