টাঙ্গাইল পৌর এলাকার কাগমারার অবহেলিত শ্রী শ্রী কালী মন্দিররের নির্মাণ কাজের উদ্বোধন৷
মোঃ সাগর আহামেদ ঃ- আনেক ভবন নির্মাণের কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ই আগষ্ট) সকাল ১০:৩০ ঘটিকায় টাঙ্গাইল পৌরসভার ৩নং ওয়ার্ডের কাগমারা মির্জামাঠ সংলগ্ন ক্লাব রোডে প্রায় ২০০বছরের পুরনো এক কালী মন্দিরের পাকা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন টাঙ্গাইলের পৌর ময়র এস এম সিরাজুল হক আলমগীর এ সময় উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম সরকার,কাগমারা একতা যুবসংঘের উপদেষ্টা লুৎফর রহমান, সাংবাদিক তাইজুল ইসলাম (টুটুল)
বিজ্ঞাপন
এ মন্দির উদ্বোধন এর সময় আরো উপস্থিত ছিলেন গবিন্দ চন্দ্র দাস (সভাপতি, কাগমারা শ্রী শ্রী কালী মন্দির কমিটি) পরিতোষ চন্দ্র দাস (সাধারণ সম্পাদক, কাগমারা শ্রী শ্রী কালী মন্দির কমিটি),গোপাল চন্দ্র দাস (উপদেষ্টা, কাগমারা শ্রী শ্রী কালী মন্দির কমিটি), শ্যামল চন্দ্র দাস (উপদেষ্টা, কাগমারা শ্রী শ্রী কালী মন্দির কমিটি), লুৎফর রহমান (সাবেক সাধারণ সম্পাদক, ৩নং ওয়ার্ড আওয়ামিলীগ), রেজাউল হক শাহীন (বিশিষ্ট ব্যবসায়ী) মো: সাখাওয়াৎ হোসেন (পরিচালক, প্রাইম একাডেমিক স্কুল) সহ এলাকার বিভিন্ন গন্য মন্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন৷
বিজ্ঞাপন
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত এ মন্দিরের তেমন কোনো উন্নয়ন না হলেও নিয়মিত এখানে পূজা পাঠ হয়৷ এই মন্দির ঘিরে প্রায় ২০-২৫ টি পরিবারের প্রায় ১৫০জন সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বী লোকেদের এক মাত্র উপাসনা স্থল৷ হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে কম থাকায় প্রায় ২০০ বছরের পুরাতন মন্দির হলেও এই মন্দিরের তেমন একটা উন্নয়ন হয়নি৷ বিগত দিনে এ মন্দিরটিতে শুধুমাত্র একটি ভাংগা টিনের ঘর ছিল৷ এখন মন্দির কমিটি টাঙ্গাইল পৌরসভার সহায়তায় নির্মাণ কাজ শুরু করলেন এই মন্দিরে কাজ শেষ করতে অনেক টাকার প্রয়োজন এ জন্য মন্দির কমিটি দেশের বিত্তবান ও সরকারের সহযোগিতা চেয়েছেন।