যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারন্টেভুক্ত পলাতক এক আসামীকে গ্রফেতার করছেে র্যাব-১৪, সিপিসি-০৩
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারন্টেভুক্ত পলাতক এক আসামীকে টাঙ্গাইল জলোর মর্জিাপুর থানাধীন দওেহাটা এলাকা হতে গ্রফেতার করছেে র্যাব-১৪, সপিসি-ি০৩, টাঙ্গাইল ক্যাম্প।
বিজ্ঞাপন
১৮ আগস্ট ২০২৩ ইং তারখি আনুমানকি বিকাল ০৫.৪৫ ঘটকিায় র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল র্যাব ক্যাম্পের একটি চৌকস আভযিানকি দল গোপন সংবাদের ভত্তিতে ২০১৫ সালরে টাঙ্গাইল জলোর টাঙ্গাইল সদর থানার র্যাব বাদী মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারন্টেভুক্ত এক পলাতক আসামী মর্জিাপুর থানাধীন দওেহাটা এলাকা হতে ১৮আগস্ট ২০২৩ ইং তারখি আনুমানি বিকাল ০৫.৪৫ ঘটিকার সময় গ্রফেতার করছেে র্যাব-১৪, সপিসি-ি০৩, টাঙ্গাইল ক্যাম্প।
বিজ্ঞাপন
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামি মোঃ ওমর ফারুক @ সোহলে (৩২), টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন গোপালপুর (পাথরাইল) এলাকার মোঃ হাববিুর রহমান এর ছেলে।
বিজ্ঞাপন ব
উল্লখ্যে যে, উপরোক্ত আসামী গত ১৮ জুন ২০১৫ খ্রি: টাঙ্গাইল জেলার সদর থানাধীন মাহমুদুল হাসান কলেজ রোডে ফলপট্টি নামক স্থানে নিলয় সুজ দোকানরে সামনে থেকে ৯২ বোতল ফন্সেডিলিসহ র্যাবের নকিট হাতেনাতে ধৃত হলে র্যাব বাদী হয়ে উপরোক্ত আসামীর বিরিদ্ধে টাঙ্গাইল সদর থানার মামলা নং ৪১, তারখিঃ ১৯/০৬/২০১৫ খ্রি:, ধারাঃ ১৯(১) এর ৩(খ) ১৯৯০ সালরে মাদকদ্রব্য নয়িন্ত্রণ আইন দায়রে কর।ে উক্ত মামলায় বিচার শেষে বিজ্ঞ আদালত গত ৩১/০৫/২০২৩ খ্রি: উক্ত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সহ ৩০,০০০/- টাকার্ অথদন্ডে দন্ডতি করনে।
বিজ্ঞাপন
উক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে সংশ্লষ্টি আদালতে সোর্পদ করার নমিত্তিে দেলদুয়ার থানায় হস্তান্তর করা হয়ছে।
বিজ্ঞাপন
কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচলক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান “বাংলাদশে আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের প্রতষ্ঠিালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বশ্বিাসের প্রতীক। জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, র্ধষণসহ বিভিন্নি ধরণরে অবধৈ র্কমকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।