টাঙ্গাইলে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনে দাবিতে সমাবেশ
মোঃ সাগর আহামেদঃ-টাঙ্গাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনে দাবিতে সমাবেশ করেন টাঙ্গাইল জেলা বিএনপি।
বিজ্ঞাপন
রবিবার (২৪শে সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত টাঙ্গাইল পার্ক বাজার সংলগ্ন ভাসানী হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়৷ সমাবেশে টাঙ্গাইলের ১২টি উপজেলা থেকে বিএনপি ও তাদের অংগ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন৷ এ সময় বিএনপি নেতারা খালেদা জিয়ার মুক্তি ও তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি করেন৷ এবং তত্ত্বাবধায়ক সরকারের মধ্যমে নিরপক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেয়ার কথা বলে।
বিজ্ঞাপন
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী৷ টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন এর সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলার বিএনপির সভাপতি আজগর আলী মিয়া, টাঙ্গাইল শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম, টাঙ্গাইল জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক রফিক উদ্দিন বাবুল, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাদিকুল আলম খোকা,টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রউফ, টাঙ্গাইল শহর বিএনপির সাধারণ সম্পাদক এজাজুর হক সবুজ সহ টাঙ্গাইলের সকল উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ৷