১২৮ গ্রাম হেরােইনসহ রংপুর রেলওয় স্টশন এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীক গ্রেফতার করেছে র্যাব-১৩, রংপুর।
গত ০৩ অক্টাবর ২০২৩ খ্রিঃ র্যাব-১৩, রংপুর গাপন সংবাদর ভিত্তিতে জানা যায যে, রাজশাহী থেকে ট্রেনযােগে এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ হেরাইন পরিবহনে কেরে রংপুরে বিক্রির উদ্দশ্য নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গত ০৩ অক্টােবর ২০২৩ তারিখ রংপুর রলওয়ে স্টেশনের প্লাটফর্মে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ১২৮ গ্রাম হেরােইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। সে বিশষ কায়দায় তার শরীরের সাথে বিশেষ পকেট তরি করে আইনশখলা রক্ষাকারী বাহিনীর চােখ ফাঁকি দিয়ে হেরােইন পরিবহন কেরে আসছিল।
বিজ্ঞাপন
গ্রেফতার কৃত আসামি মাঃ আফজাল হাসন সরদার (৫৮), রাজশাহী জেলার গোদাগারী থানাধীন রসুলপুর কুমদপুর এলাকার মৃত আজিমুদ্দিন সরকার এর ছেলে।
বিজ্ঞাপন
গ্রেফতারকত আসামীর বিরুদ্ধে লালমনিরহাট জেলার সৈয়দপুর রলওয়ে থানায় নিয়মিত মামলা রুজু করে আসামী কে হস্তান্তর করা হয়ছে।
র্যাব-১৩, রংপু এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যাট মাহমুদ বশির আহমদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশর সার্বিক আইন শৃখলা পরিস্থিতি সমুনত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী, অপহৃত ভিকটিম উদ্ধার, ডাকাতসহ নিষিদ্ধ ঘাষিত জঙ্গী সংগঠনের বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। র্যাবের এধরনের অভিযান চলমান থাকবে।