লালমনিরহাটে ইজিবাইক চালক অপহরণের পর ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উঘাটন পুঁতে রাখা মরাদেহ উদ্ধার প্রধান আসামী র্যাবের হাতে গ্রেফতার।
নিজস্ব প্রতিবেদক : গত ২৫ জুলাই ২০২৩ তারিখ ইজিবাইক চালক মাঃ আশরাফুল হক (১৮) নিখাঁজ হয়। ইজিবাইক চালক নিখাঁজ হওয়ার পরে তার পিতার মােবাইল নাম্বারে ফােন করে অজ্ঞাতনামা একজন ব্যক্তি ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা লালমনিরহাট বিডিআর গেটে মুক্তিপণের জন্য টাকা নিয়ে আসতে বলে। ভিকটিমের পিতা সেখানে গেলে পরবর্তীতে পুনরায় তারা একাধিক জায়গায় যাওয়ার জন্য বলে কিন্তু অপহরণকারীরা সামনে আসেনা। একপর্যায়ে অপহরণকারীরা ভিকটিমকে হত্যার হুমকি দেয় এবং যােগাযাগ বন্ধ করে দেয়। পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে লালমনিরহাট জেলার সদর থানায় একটি অপহরণ মামলা দয়ের করেন, যার মামলা নং-৪৯/৩৭১, তারিখ-২৭/০৭/২০২৩, পেনাল কােড ধারা-৩৬৪/৩৬৫/৩৮৫/৩৭৯/৩৪।
বিজ্ঞাপন
পরবর্তীতে বিষয়টি র্যাব-১৩, রংপুর এর নজরে আসলে উক্ত ঘটনার বিষয় ছায়াতদ শুরু করে। র্যাব সন্দেহের ভিত্তিতে এক পর্যায়ে তথ্য উপাত্ত পর্যালাচনা করে আসামী মাঃ মনির হােসেন এবং তার সহােযাগীকে চিহ্নিত করতে সক্ষম হয়। সেই ধারাবাহিকতায় গত ২৫ অক্টোবর ২০২৩ ইং তারিখ র্যাব-১, ঢাকা এবং র্যাব সদর দপ্তর এর গায়দা শাখার সহায়তায় গাজীপুর জেলার সদর থানাধীন পােড়াবাড়ি এলাকা থেকে এই মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেন।
বিজ্ঞাপন
গ্রেফতার কৃত আসামি আসামী মাঃ মনির হােসন(৩০),লালমনিরহাট সদর থানাধীন বাবুপাড়া এলাকার মাঃ হারুন মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মাে: মনির হাসেন(৩০) জানায় যে, সে এবং তার সহযাগীরা লালমনিরহাট একটি অটােমিশুক ভাড়া কের পূর্ব পরিকল্পনা অনুযায়ী লালমনিরহাট জেলার সদর থানাধীন লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভকেশনাল মাধ্যমিক বিদ্যালয় হিসেবে ব্যবহৃত বাড়ির ভাড়া করা একটি রুম নিয়ে আসে। এরপর আসামীরা মিলে ভিকটিম মাঃ আশরাফুল হককে গলায় জিআই তার পঁচিয় শ্বাসরুদ্ধ করে হত্যা করে। পরবর্তীতে ভিকটিমকে লালমনিরহাট জেলার সদর থানাধীন লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভাকশনাল মাধ্যমিক বিদ্যালয় হিসবে ব্যবহৃত বাড়ির ভাড়া করা রুমরে পার্শ্বে অন্য একটি রুমের মাটির মঝতে গর্ত করে পুঁতে রাখে এবং ইজিবাইকটি নিয়ে তারা পালিয়ে যায়। ইজিবাইকটি ৬৫,০০০/- হাজার টাকায় আব্দুর রহিম মংলুর কাছে বিক্রি করে। পরবর্তীতে আসামী মাঃ মনির হাসন (৩০) গাজীপুর জেলার সদর থানাধীন পােড়াবাড়ি এলাকায় এবং তার সহযাগীরা দেশর বিভিনস্থানে গা-ঢাকা দেয়।
বিজ্ঞাপন
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩ তথ্য উপাত্ত পর্যালাচনা করে এবং গাপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামী মাঃ মনির হাসন (৩০) এর তথ্যমত অদ্য ২৬অক্টোবর ২০২৩ ইং তারিখ ইজিবাইক ক্রেতা আব্দুর রহিম মংলুকে ঠাকুরগাঁও জেলার রাণীশঙ্ককল এলাকা হতে গ্রেফতার কের এবং লালমনিরহাট জেলার সদর থানাধীন লালমনিরহাট অটিস্টিক ও প্রতিবন্ধী ভকেশনাল মাধ্যমিক বিদ্যালয় হিসেব ব্যবহৃত বাড়ির ভাড়া করা রুমের পার্শ্বে অন্য একটি রুমের মাটির মেঝর গভীর হতে ভিকটিমের মৃতদহটি উদ্ধার করা হয় ও ছিনতাইকৃত ইজিবাইকটি ঠাকুরগাঁও জেলার রাণীশঙ্ককল এলাকা হতে উদ্ধার করা হয়। ধৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যাকান্ডে সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের গ্রফতারের জন্য র্যাব-১৩ সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে।
সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া),ফ্লাইট লফটন্যাট,মাহমুদ বশির আহমদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।