টাঙ্গাইল চাঞ্চল্যকর নাতী কর্তৃক দাদা হত্যা মামলার ৪৮ ঘন্টার মধ্যে মুল আসামী গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প।
৪৮ ঘন্টার মধ্যে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার চাঞ্চল্যকর নাতী কর্তৃক দাদা আঃ মান্নান মন্ডল (৭০) হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান ০১ আসামীকে গাজীপুর জেলার কোনাবাড়ি থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-০৩, টাঙ্গাইল ক্যাম্প।
বিজ্ঞাপন
২০ জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা ০৭:০০ ঘটিকার সময় র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল র্যাব ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার কালিহাতি থানার চাঞ্চল্যকর আঃ মান্নান মন্ডল (৭০) হত্যা মামলার নাতী এজাহারনামীয় ১নং আসামী মোঃ রাব্বি (২০)কে গাজীপুর জেলার কোনাবাড়ি থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।
বিজ্ঞাপন
গ্রেফতার কৃত আসামী টাঙ্গাইল জেলার কালিহাতী থানাধীন আউলটিয়া ভোটেরবাড়ী এলাকার মোঃ হায়দর আলীর ছেলে।
উল্লেখ্য যে, ধৃত আসামী রাব্বি ভিকটিমের সাথে দাদা-নাতী সর্ম্পক। বিবাদী মোঃ রাব্বিদের সাথে বাদীদের পূর্ব হইতে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া বিরোধ ছিল। গত ১৬-০১-২০২৪ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় বাদীর বাড়ীর উঠানে পারিবারিক বিষয়াদি নিয়া আসামীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সকল আসামীরা কাঠের লাঠি দিয়া ভিকটিম আঃ মান্নান মন্ডল (৭০) কে এলোপাথারীভাবে বাইরাইয়া এবং কিল ঘুষি লাথি মারিয়া ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে জখম করে। গ্রেফতারকৃত ০১ নং আসামী রাব্বী তার হাতে থাকা কাঠের লাঠি দিয়া ভিকটিমকে খুন করার উদ্দেশ্যে ভিকটিমের মাথা লক্ষ্য করিয়া বারি মারিলে উক্ত বারি ভিকটিমের মাথার মাঝখানে লাগিয়া ফুলা গুরুতর জখম হয়। তখন বাদীর মা হাওয়া বেগম (৬৫) ও তার বোন মাজেদা বেগম (৩০) ফিরাইতে গেলে বিবাদীগণ তাদের লক্ষ্য করে এলোপাথারীভাবে বারি ও কিল ঘুষি মারিয়া তাহাদেরও শরীরে বিভিন্ন স্থানে জখম হয়। তখন তাদের ডাক চিৎকার শুনিয়া আশাপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা পালিয়ে যায় আর যাওয়ার সময় খুন জখমের হুমকী প্রদান করে। তখন বাদীর পিতা-মাতাকে সিএনজি যোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। ভিকটিম আঃ মান্নান এর অবস্থার অবনতি হলে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তখন ভিকটিম হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভিকটিমের ছেলে মোঃ হাফিজ উদ্দিন মন্ডল (৪৫) বাদী হয়ে কালিহাতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যা কালিহাতি থানার মামলা নং-০৬/০৬, তারিখ- ১৮/০১/২০২৪ খ্রিঃ, ধারা- ৩২৩/৩২৫/৩০২/৩০৭/৫০৬ (২)/৩৪ পেনাল কোড-১৮৬০।
উক্ত এজাহার নামীয় আসামীকে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করার নিমিত্তে কালিহাতি থানায় ইতোমধ্যে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প কোম্পানী অধিনায়ক। উপ পরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান “বাংলাদেশ আমার অহংকার” এই শ্লোগান নিয়ে জন্ম হয় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান। ভবিষ্যতে এমন অভিযান চলমান থাকবে।