টাঙ্গাইলে ১৫০ বোতল ফেনসিডিসহ আটক ১
বিশেষ প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকা থেকে ১৫০ বোতল ফেনসিডিল ও একটি কাভার্ডভ্যানসহ একজনেক গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (২৯ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত ব্যক্তির নাম আলমাস হোসেন। তিনি বরিশালের হোসনেবাদ উপজেলার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
বিজ্ঞাপন
এ বিষয়ে এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান কান্দিলা এলাকায় পৌঁছলে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। পরে চালক আলমাসের হেফাজতে থাকা ১৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আলমাস পুলিশকে জানিয়েছে ফেনসিডিলগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন।
টাঙ্গাইল থেকে /মাছুদুর রহমান মিলন /২৯/০১/২০২৪ইং