টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিঠা উৎসব
টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার (জেএসএস) ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকীর পরবর্তী কর্মসূচি অনুযায়ী পিঠা উৎসব অনুষ্ঠিত। ১৪ ফেব্রুয়ারী বুধবার জাতীয় সাংবাদিক সংস্থার টাঙ্গাইল জেলা ইউনিটের কার্যালয় শহরের হাউজিং এস্টেটে অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ :৪৫ ঘটিকায় শহরের হাউজিং এস্টেট সংলগ্ন জাতীয় সাংবাদিক সংস্থার জেলা ইউনিটের কার্যালয়ে শীতের বিভিন্ন পিঠার সমাহার নিয়ে এই পিঠা উৎসব অনুষ্ঠিত হয়। সে সময় উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠাখেয়ে উৎসবের উদ্বোধন করেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত। জাতিয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের সভাপতি মাসুদুর রহমান মিলন এর সভাপতিত্বে এবং এই সংস্থার জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মো: তাইজুল ইসলাম টুটুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা তাহলিমা জান্নাত।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক লোকধারা পত্রিকার সম্পাদক এনামুল হক দীনা।
বিজ্ঞাপন
জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলা ইউনিটের যুগ্ন-সাধারন সম্পাদক মো. আরমান কবীর সৈকত, আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আবুল কালাম সিদ্দিকী নিপু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন , যুগ্ম সাংগঠনিক সম্পাদক সবুজ সরকার, অর্থ-সম্পাদক আব্দুল মোতালেব, মানবাধিকার সম্পাদক উজ্জ্বল মিয়া, সহ-দপ্তর সম্পাদক সাগর আহম্মেদ, যুগ্ম আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রমজান আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক শুভ সাহা, সহ-ক্রীড়া সম্পাদক সাহান হাসান, কার্যকরী সদস্য খায়রুল ইসলাম, মাসুম,রেজাউল ইসলাম, মো: আতাউর রহমান খান, মো: নজরুল ইসলাম লেবু, মজনু মন্ডল, সাধারণ সদস্য মো: সেলিম রেজা,মো: আব্দুস সালাম,সৈয়দ আরমান,হেলাল সহ জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিজ্ঞাপন
এই পিঠা উৎসব সফল করতে সার্বিকভাবে সহযোগিতা করেছেন (অন লাইন পোর্টাল) “একতার কন্ঠের” প্রকাশক ও সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক আরমান কবির সৈকত।
বিজ্ঞাপন
এর আগে জাতীয় সাংবাদিক সংস্থার ৪২ বর্ষ পূর্তি ৪৩ বর্ষে পদার্পণ উপলক্ষে গত ১২ ফেব্রুয়ারি বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।