নাগরপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরকত্রীকরণ কর্মশালা
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ- টাঙ্গাইলের নাগরপুর নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরকত্রীকরণ, ইমপ্রুভড সাসটেইনেবল রিইটিগ্রেশন অফ বাংলাদশি রিটানি মাইগ্রেটস (প্রত্যাশা-২) প্রকল্প ব্র্যাক মাইগ্রেশন প্রাগ্রাম স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিসহ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
রবিবার ১৪ মে সকালে উপজলা সভা কক্ষে ব্র্যাক নাগরপুর শাখা এ সেমিনারের আয়ােজন করে। টাঙ্গাইল জেলার কাউন্সিলয়ার মাে :কাব্য মাহাম্মদ এর সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার রেজা মাে: গােলাম মাসুম প্রধান। বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাে:মাহবুবুর রহমান, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম জসিম উদ্দিন, নাগরপুর প্রসক্লাবের সাধারন সম্পাদক মা: এরশাদ মিয়া, টাঙ্গাইল জেলার কাে-অর্ডিনেটর এমআরএসসি মাে: শামসুজ্জামান, ব্র্যাক নাগরপুর উপজেলা শাখার প্রাগ্রাম অফিসার মাে: হারুন অর রশিদ প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিদেশ ফেরত ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।