টাঙ্গাইলে ৩য় ধাপে তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যাঁরা
৬ষ্ঠ উপজলা পরিষদ নির্বাচনে ২০২৪ ৩য় ধাপে ৩ টি উপজেলা টাঙ্গাইল সদর,দেলদুয়ার ও নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচন কঠাের নিরাপত্তার মধ্যদিয়ে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
টাঙ্গাইলের তিনটি উপজেলা পরিষদের নির্বাচনে টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে তোফাজ্জল হোসেন খান তোফা,দেলদুয়ার উপজেলায় মাহমুদুল হাসান মারুফ ও নাগরপুর উপজেলায় কেএম সালমান শামস জিৎ বিজয়ী হয়েছেন।
বুধবার (২৯ মে) রাত সাড়ে ১০টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন।
টাঙ্গাইল সদর উপজেলায় চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে তোফাজ্জল হোসেন খান তোফা ৪২ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন মানিক ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ২০৮ ভোট। এই নির্বাচনে আলোচিত ১ মাত্র মহিলা প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৩৩০১০ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ইসতিয়াক আহম্মেদ রাজীব উড়োজাহাজ প্রতীকে ৫০৮০৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল রানা পেয়েছেন ২৭৯৮৭ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন ঊষা আক্তার ৭৮৬২১ পেয়ে বিজয়ী হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী পপি গুহ পদ্মফুল প্রতীক নিয়ে পেয়েছেন ৩৩১৭৬ ভোট।
বিজ্ঞাপন
দেলদুয়ার উপজেলায় পরিষদ নির্বাচনের মাহমুদুল হাসান মারুফ ২৯ হাজার ২৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেলিফোন প্রতীকে এম শিবলি সাদিক পেয়েছেন ১৮ হাজার ৯৫৪ ভোট।
দেলদুয়ারে চেয়ারম্যান পদে ২৯২৯৭ (উনত্রিশ হাজার দুইশত সাতানব্বই) ভোট পেয়ে (কাপ পিরিচ) প্রতীক নিয়ে বেসরকারিভাবে পুনরায় নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব লায়ন এম শিবলী সাদিক টেলিফোন প্রতীকে ১৮৯৫৪ (আঠারো হাজার নয় শত চুয়ান্ন) ভোট পেয়েছেন।
এ নির্বাচনে পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নতুন প্রার্থীরা বিজয়ী হয়েছেন । পুরুষ ভাইস চেয়ারম্যান হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মশিউর রহমান হৃদয়। তিনি তাল প্রতীক নিয়ে ২১৮৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দেলদুয়ার উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও বর্তমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসানুল হক সুমন টিউবওয়েল প্রতীকে ১৭৩৫৫ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে নাহিদা সুলতানা পলি ৩২০৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মিসেস ফিরোজা বেগম কলস প্রতীকে ২৩০৪৬ ভোট পেয়েছেন।
বিজ্ঞাপন
৮টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলায় মোট ভোটার সংখ্যা ১লক্ষ ৮৪ হাজার ৭শত ৫৮ জন। তন্মধ্যে মধ্যে পুরুষ ৯৩৫৮৪ ও মহিলা ভোটার সংখ্যা ৯১১৭১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। মোট ৫৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নাগরপুরে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবার নির্বাচিত হয়েছে তিনজন নতুন মূখ।
বিজ্ঞাপন
নাগরপুর নির্বাচিতরা হচ্ছে চেয়ারম্যান পদে খন্দকার সালমান সামস জিৎ, ভাইস চেয়ারম্যান পদে মা. ফারুক হােসেন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে জরিনা বেগম।
চেয়ারম্যান পদে খন্দকার সালমান সামস জিৎ (আনারস) প্রতীক নিয়ে ৩৫ হাজার ৭শত ৪৭ ভােট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি তিন বারের উপজলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল (ঘাড়া) প্রতীকে পেয়েছন ১৯ হাজার ৮শত ১৭ ভােট। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা স্বেছাসেবক লীগের সাধারণ সম্পাদক মা. ফারুক হােসন (তালা) প্রতীক নিয় ১০ হাজার ৮শত ৩৪ ভােট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মা. ঠান্ডু মিয়া টিউবওয়ল (প্রতীক) পয়েছেন ১০ হাজার ৩শত ৯৯ ভােট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জরিনা বেগম (প্রজাপতি) প্রতীক ১৭ হাজার ৩২৪ ভােট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি কামরুনাহার (ফুটবল) প্রতীক পেয়েছেন ১৪ হাজার ৪শত ৭ ভােট।
বিজ্ঞাপন
এর আগে শান্তিপূর্ণভাবে তৃতীয় ধাপে টাঙ্গাইল সদর, দেলদুয়ার এবং নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলে। নির্বাচনে ১৫ জন চেয়ারম্যান প্রার্থী ১৯ জন ভাইস চেয়ারম্যান ও ১০ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন৷ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে তিনজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৩৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৮ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।