নাগরপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উপজেলা কার্যালয় উদ্বোধন ও বর্ধিত সভা অনুষ্ঠিত
মো. কামরুজ্জামান : টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার নাগরপুরে উপজেলা ইউনিটের কার্যালয় উদ্বোধন ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ জুন) সকাল ১১:০০ ঘটিকায় জেলা থেকে আগত জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দদের উপস্থিতিতে নাগরপুর সদর তালতলা স্ট্যান্ড সংলগ্ন উপজেলার নতুন নিজস্ব কার্যালয় উদ্বোধন করা হয়। এরপর সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে দিনব্যাপী এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এস এম আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আজিজুল হক বাবু এর সঞ্চালনায় প্রধান অতিথিহিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম মাসুদুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক মো.তাইজুল ইসলাম টুটুল, নবনির্বাচিত নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফারুক হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রোকনুজ্জামান খান। নাগরপুর থানার ওসি ( তদন্ত), এসময় অতিথিরা দিক নির্দেশনা ও গঠন মুলক বক্তব্য প্রদান করেন।
বিজ্ঞাপন
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সহ সভাপতি আল আমিন শোভন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন, নাগরপুরের বিশিষ্ট ব্যবসায়ী মো. আরজু খান, রফি, মাহমুদ, শাওন সহ নাগরপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ এলাকার মান্যগণ্য ব্যক্তি বর্গ।
বিজ্ঞাপন
বর্ধিত সভা পরবর্তীতে জুমার নামাজ শেষে স্থানীয় কুটুম বাড়ি রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্ন ভোজ শেষে জেলা নেতৃবৃন্দ পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণার মধ্যদিয়ে উপস্থিত সকল সাংবাদিকদের মৌখিক ভোটের মাধ্যমে এস এম আনোয়ার হোসেনকে পুনরায় আগামী ১ বছরের জন্য সভাপতি, মো. আজিজুল হক বাবু কে সাধারণ সম্পাদক এবং কহিনুর মিয়াকে সহ সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটির মৌখিক ঘোষণা করেন এবং নতুন এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্য পুর্নাঙ্গ কমিটি করে জেলা কার্যালয়ে জমাদেয়ার নির্দেশ দেন।