টাঙ্গাইল নাগরপুওে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নাগরপুর থেকে কায়কোবাদঃ টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এদিনে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্ত্মম্ভে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন পুষ্প অর্পণ করেন। এ উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৬ নাগরপুর দেলদুয়ারের সংসদ সদস্য আহ্সানুল ইসলাম টিটু।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুনকবীর, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার ওসি মো. সাজ্জাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, নীরন্দ্রকুমার পোদ্দারপ্রমুখ। আলোচনা সভা পরিচলনা করেন সহকারী শিক্ষা অফিসার জিএম ফুয়াদ। এ সময় বিভিন্ন দপ্তওে কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থি ছিলেন।