টাঙ্গাইলে র্যাবের হাতে ৭০ গ্রাম হেরোইনসহ ০১ (এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র্যাব ১৪ সিপিসি ৩ এর বিশেষ অভিযানে শহরের শান্তি কুঞ্জের মোড় থেকে ৭০ গ্রাম হেরোইন সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করে।
বিজ্ঞাপন
০৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিঃ ৩:১৫ ঘটিকায় র্যাব-১৪, সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন নিরালা মোড় এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখ বিকাল ০৫:৩৫ ঘটিকায় একজন অজ্ঞাতনামা মহিলা মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে টাঙ্গাইল জেলা সদর থানাধীন শান্তিকুঞ্জ টু পাথরাইলগামী মসজিদে নূর নামক মসজিদের সামনে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর টাঙ্গাইল জেলার সদর থানাধীন আদি টাঙ্গাইল সাকিনস্থ শান্তিকুঞ্জ টু পাথরাইলগামী মসজিদে নূর নামক মসজিদের সামনে পৌঁছামাত্রই একই তারিখ সন্ধ্যা ৬:১৫ ঘটিকায় র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও মহিলা ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
বিজ্ঞাপন
উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে বিধি মোতাবেক আটককৃত মহিলার দেহ নারী র্যাব সদস্যের মাধ্যমে তল্লাশি করে তাহার পরিহিত মেক্সির বুকের বাম পাশে ব্লাউজের ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা একটি প্রিন্টের সুতি কাপড় দ্বারা পেঁচানো এবং সাদা রংয়ের পলিপ্যাকে রক্ষিত অবস্থায় সর্বমোট ৭০ (সত্তর) গ্রাম হেরোইন, নগদ ১৯৮৫ টাকা এবং ০১ টি বাটন ফোন (সীমসহ) উদ্ধার করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
বিজ্ঞাপন
আটককৃত নারী মাদক ব্যবসায়ীর মোছাঃ হাসিনা (৬৩), পিতা-মৃত নূর মোহাম্মদ, স্বামী- মৃত আলতাফ হোসেন, সাং- ভাটোপাড়া, ইউ- মাটিকাটা, থানা-গোদাগাড়ী, জেলা- রাজশাহী বলে পরিচয় দেয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা।
বিজ্ঞাপন
আটককৃত নারী মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং সে মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত। সে রাজশাহী জেলা হতে অবৈধ হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল জেলা শহরসহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে আসছিল। এ সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
র্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্প সিপিসি ৩ এর কোম্পানী অধিনায়ক উপ পরিচালক মেজর মনজুর মেহেদী ইসলাম এই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের মতো অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান।
বিজ্ঞাপন
উদ্ধারকৃত আলামতসহ আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহনপূর্বক টাঙ্গাইল জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।