টাঙ্গাইলে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টে কম্পিউটার টেকনোলজি চ্যাম্পিয়ন
আব্দুল্লাহ আল মাসুদ : “মাদক কে না বলুন” এই স্স্নোগানকে সামনে নিয়ে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের আয়োজনে বিজয় দিবস ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এ ফুটবল খেলার আয়োজন করা হয়।
ফাইনাল খেলায় ইলেকট্রিক্যাল টেকনোলজিকে (১-০) গোলে হারিয়ে কম্পিউটার টেকনোলজি জয়লাভ করে। আশিকের দেয়া গোলে কম্পিউটার টেকনোলজিকে এগিয়ে নিয়ে যায়। পরে আর কোন গোল না হওয়ায় কম্পিউটার টেকনোলজি জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দরা। এই ফুটবল টুর্নামেন্টে মোট ৭টি টেকনোলজি অংশগ্রহণ করে।
খেলায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মুহাম্মদ আব্দুর রহিম সুজন। এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ বি.এম. আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন টেকনোলজির বিভাগীয় প্রধানগণ ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীকাবৃন্দরা উপস্থিত ছিলেন।