নাগরপুরে সৌদি ফেরত ফরিদুল কে চেক প্রদান
নাগরপুর থেকে কায়কোবাদ :-টাঙ্গাইলের নাগরপুর উপজেলার প্রবাসবন্দু ফোরাম ইমপ্রভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটানিং মাইগ্রেন্টস ( প্রত্যাশা- ২) এর মাধ্যমে উপজেলার চেচুয়াজানী গ্রামের সামেজ উদ্দিনের ছেলে সৌদি আরব ফেরত মো. ফরিদুল ইসলাম কে অর্থনৈতিক পুনরেকএীকরনের জন্য ম্যাটেরিয়ালএসিসটেন্স হিসেবে অটোরিকশা বাবদ তেহাত্তর হাজার টাকার চেক প্রদান করেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ লোমান।
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত ছিলেন প্রবাস বন্ধু ফোরামের বি ডি সি সরকার হাসান ওয়াইজ, নাগরপুর উপজেলার সভাপতি কাজী আলতাব হোসেন, ব্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মকর্তা বৃন্দ,উপস্থিত ছিলেন । চেক হস্তান্তর কালে নির্বাহী কর্মকর্তা এই কার্যক্রমের ভৃয়সী প্রশংসা করেন,এবং বিদেশ ফেরত দের কে ব্যাংক একাউন্ট খুলে আয়ের একটি অংশ জমা করার পরামর্শ দেন ।