অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪৭০ গ্রাম হেরোইনসহ ০২ মাদক ব্যবসায়ীকে আটক করেছের্ যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
২৮ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১৩.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০১জন মাদক ব্যবসায়ী নাটোর জেলার গুরম্নদাসপুর এলাকা হতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার উদ্দেশ্যে বাস যোগে রওয়না করেছে। উক্ত সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে একটি আভিযানিক দল দুপুর অনুমান ০২.৫০ ঘটিকার সময় তল্লাশী চৌকি স্থাপন করে তলল্লশী করাকালে সাক্ষীদের উপস্থিতিতে আসামি এর পায়ে পরিহিত জুতার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ৩১৫ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে জব্দ করে এবং উক্ত আসামীকে গ্রেফতার করে।
ধৃত আসামী মোঃ ছোলায়মান (৩৪), সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন গাড়াদহ ভায়া বিশ্বাস গ্রামের আব্দুর রহমান ও মোছাঃ রাজিয়া খাতুন এর ছেলে।
একই দিন অপর একটি পৃথক অভিযানে বিকাল অনুমান ০৪.১৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ণের নিমিত্তে বিকাল অনুমান ০৫.১৫ ঘটিকার সময় তলল্লাশী চৌকি স্থাপন করে তলল্লাশী করা কালে সাক্ষীদের উপস্থিতিতে আসামী এর পায়ে পরিহিত জুতার ভিতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ১৫৫ গ্রাম মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে জব্দ করে এবং উক্ত আসামীকে গ্রেফতার করে।
ধৃত আসামী মোঃ মিজান মিয়া (৪৩) রংপুর জেলার গংগাচড়া থানাধীন দক্ষিণ খলেয়া গ্রামের মোঃ শাহালম মিয়া ও মোছাঃ মেরিজা খাতুন এর ছেলে।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং তারা মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত। তারা নাটোর জেলা হতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলা সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে।
ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক টাঙ্গাইল জেলার সদর ও মির্জাপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান “বাংলাদেশ আমার অহংকার” এই শেস্নাগান নিয়ে জন্ম হয়র্ যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের প্রতিষ্ঠালগ্ন থেকের্ যাব বাংলাদেশের মানুষের কাছে আস্থা ও বিশ্বাসের প্রতীক। জঙ্গিবাদ, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, ছিনতাই, ডাকাতি, জুয়া, প্রতারকচক্র, অপহরণ, খুন, ধর্ষণসহ বিভিন্ন ধরণের অবৈধ কর্মকান্ড থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকের্ যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন দেশব্যাপী আপোষহীন অবস্থানে থেকে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাবের এধরনের অভিযান চলমান রেখে এ সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তের্ যাবের অভিযান অব্যাহত থাকবে।