নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন
ব্রাহ্মণবাড়িয়া থেকে নিহারেন্দু চক্রবর্তীঃ ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে জের ধরে একটি পুকুরে বিষ প্রয়োগ করে লাখ লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ জানুয়ারী) গভীর রাতে উপজেলার কুন্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওমরাও খানের বড় ভাই হাজী বোরহান উদ্দিন খানের পুকুরে এ ঘটনা ঘটে।বিষ প্রয়োগের ফলে পুকুরের প্রায় ৮/ ১০ লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে।
বিজ্ঞাপন
হাজী বোরহান উদ্দিন খানের পুত্র কুন্ডা গ্রামের রনি খান সংবাদ কর্মীদের বলেন, প্রায় ৩ একর জায়গার উপর পুকুর খনন করে আমি কয়েক বছর ধরে মাছ চাষ করছি।এবার পুকুরে রুই,কার্ফু, তেলাপিয়া, স্বরপুঁটিসহ দেশীয় বিভিন্ন জাতের মাছ চাষ করেছি। এতে আমার প্রায় ২/৩ লাখ টাকা খরচ হয়েছে।কিছু দিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির উপযোগী হয়ে উঠতো।
বিজ্ঞাপন
সোমবার রাতে কয়েকজন লোক আমার পুকুরের আশপাশে ঘোরাঘুরি করেছে বলে জানান পুকুরের কেয়ারটেকার । এর কিছুক্ষণ পরেই তিনি পুকুরের মাছ মরে ভেসে উঠতে দেখেন ও সকালে পুকুরের পাড়ে বিষের বোতল পড়ে থাকতে দেখি। পুকুরে বিষ প্রয়োগের কারণেই সব মাছ মরে ভেসে উঠেছে। এতে আমার প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।রনি আরো বলেন, আমাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য পূর্ব শত্রুতার জের ধরে নৈতিক প্রতিপক্ষরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হবে বলে জানান তিনি।
বিজ্ঞাপন