ভূঞাপুরে ট্রেন ও অটোরিক্সার সংঘর্ষ, শিশুসহ নিহত ৩, আহত ৫
ভুয়াপুর প্রতিনিধিঃ ধবার (১১ জানুয়ারী) দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু সেতু-তারাকান্দি রেললাইনের ফলদা ইউনিয়নের ঢেপাকান্দি নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত ৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু সেতু থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ২৫৪ নং লোকাল ট্রেনটি উপজেলার ঢেপাকান্দী রেলক্রসিংটি পার হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে বলে ভূঞাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার মো. আবদুল কাদের জানান।
ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে এক শিশুসহ মোট ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান। এ ছাড়া আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।