২৯১ বোতল ফেন্সিডিল’সহ ০১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেন র্যাব-১৪ সিপিস-৩
২৯১ বোতল ফেন্সিডিল’সহ ০১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানাধীন সদানন্দপুর কড্ডার মোড় এলাকা থেকে আটক করেছের্ যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প।
বিজ্ঞাপন
২৪ জানুয়ারী ২০২৩ খ্রিঃ বিকাল অনুমান ০৩:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্যের একটি চালান নিয়ে সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ থানাধীন সদানন্দপুর কড্ডার মোড় এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে আভিযানিক দল তাৎÿণিক উক্ত স্থানে গিয়ে উক্ত গাড়িটিকে থামানো অবস্থান দেখতে পেয়ে সাক্ষীদের উপস্থিতিতে
২৯১ বোতল আসামী বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে তাটক করেন।
বিজ্ঞাপন
ধৃত আসামী । মোঃ আবু বকর সিদ্দিক (৩৪), নওঁগা জেলার নওঁগা সদর থানাধীন হাট শিবপুর এলাকার মোঃ জামাল উদ্দিন ও মোছাঃ হেয়াতুল নেছার ছেলে।সে সময় মাদকদ্রব্য ফেন্সিডিল বহনকারী ঢাকা মেট্রো-চ-১৫-১৪৯০ হায়েস মাইক্রো ও মাদক বিক্রয়ের নগদ ৭৮০/- (সাতশত আশি) টাকা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
র্ যাব-১৪, সিপিসি -৩ টাঙ্গাইল ক্যাম্প এর কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের, পিপিএম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞাপন
তিনি জানান র্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ÿেত্রে অত্যন্ত্ম অগ্রণী ভূমিকা পালন করে আসছে।র্ যাবের সৃষ্টিকাল থেকে এ পর্যন্ত্ম মাদক ব্যবসায়ী, শীর্ষ সন্ত্রাসী, অপহরণকারী, সন্ত্রাসী, এজাহারনামীয় আসামী, ছিনতাইকারী, চাঁদাবাজ, প্রতারকচক্র,ধর্ষণকারী, পর্ণোগ্রাফি বিস্ত্মারকারী, চোরাকারবারীদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সেই ধারাবাহিকতায় এই অভিযান।
বিজ্ঞাপন
তিনি আরও জানান গ্রেফতারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, সে আন্ত্মঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য এবং সে মাদক ব্যবসা পরিচালনা করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলস্বন করত। সে নওঁগা জেলার সীমান্ত্মবর্তী এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা মহানগর সহ দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির নিকট বিক্রয় করে। এ সকল মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় এনে মাদক মুক্ত দেশ গড়তের্ যাবের অভিযান অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীর বিরম্নদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।