সিরাজগঞ্জে র্যাব-১২’র পৃথক অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিল ও ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী আটক; পিকআপ জব্দ।
মোঃ মারুফ হোসেন পিপিএম অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় ১৬ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ রাত ০৮.৪০ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল গোলচত্বর হাজী ঈমান আলী মার্কেটের সামনে পাকা রাস্তার উপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯৭(একশত সাতানব্বই) পিচ ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১ টি মোবাইল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামীঃ মোঃ আনছার আলী প্রধান (২৭) পিতা-মোঃ খেতাব উদ্দিন প্রধান, সাং-উত্তর সাবদিন (মরিচাপুর), ইউপি-০৪ নং বরিশাল, থানা-পলাশবাড়ী, জেলা-গাইবান্ধা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
১৬ ফেব্রুয়ারী ২০২৩ খ্রিঃ রাত ৩.৫০ ঘটিকায় র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কড্ডার মোড় নিমার্নাধীন ফ্লাইওভার এর নিচে বগুড়া টু ঢাকাগামী মহাসড়কের মাঝখানে পাকা রাস্তার উপর পৃথক অপর একটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৪৬ (একশত ছেচল্লিশ) বোতল ফেন্সিডিলসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এছাড়া ও তাহার সাথে থাকা মাদক ক্রয়-বিক্রয় ও বহনের কাজে ব্যবহৃত ০১ টি পিকআপ ও ০২ টি মোবাইল জব্দ করা হয়।
বিজ্ঞাপন
গ্রেফতারকৃত আসামীঃ ১। মোঃ জুয়েল (৩২) পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-দক্ষিন বাসুদেবপুর, পোঃ বাংলা হিলি, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই মাদক ব্যবসায়ীদের কাছ থেকেও জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিলো। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধেও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজ্ঞাপন
সিপিএসসি, সিরাজগঞ্জ,র্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান র্যাব-১২ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান ধরণের মাদক উদ্ধার অভিযান সচল রেখে মাদকমুক্ত সোনার বাংলা গঠনে র্যাব-১২ বদ্ধপরিকর। র্যাব-১২ কে তথ্য দিন – মাদক , অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে সকলের অংশ নেয়ার আহবান ও জানান তিনি ।
বিজ্ঞাপন
মো: টি আই টুটুল ব্যবস্থাপনা সম্পাদক। ০১৭০১-৪৪৯৯২৪