বাপার আয়োজনে টাঙ্গাইলে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস পালন
লৌহজং নদী বাঁচলে টাঙ্গাইল বাঁচতে এই শ্লোগানকে সামনে রেখে আজ বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা ) টাঙ্গাইল শাখার উদ্যোগে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
বিজ্ঞাপন
লৌহজং নদী সুরক্ষা কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুর রহমান এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন সরকারী ইব্রাহীম খা কলেজের অধ্যাপক অনিক রহমান বুলবুল। আলোচক ছিলেন অধ্যাপক ডঃ ফারহানা ইয়াসমিন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর উপ পরিচালক মোঃ শামসুল আলম শিবলী, সাপ্তাহিক কালেরস্বর পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামছুজ্জামান জামান।
বিজ্ঞাপন
আরো বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল শাখার সাধারন সম্পাদক ঝান্ডা চাকলাদার, বাপা টাঙ্গাইল শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ মাসুদ রানা, কবি এনায়েত করিম। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা টাঙ্গাইল শাখার সদস্য সচিব সহিদ মাহমুদ। বক্তব্যে সবাই লৌহজং নদী দখল ও দূষণমুক্ত করার দাবি জানান।
সহিদ মাহমুদ