টাঙ্গাইল জেলার ডিবি (দক্ষিণ) কর্তৃক ১০লক্ষ ৮০হাজার ৪ শত ৮০ পিচ নকল ব্যান্ড উদ্ধারসহ ০১ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : জেলা গোয়েন্দা শাখা (দক্ষিণ) টাঙ্গাইল এর একটি চৌকস টিম ২২মার্চ ২০২৩ খি: সন্ধ্যা ০৬.৪৫ ঘটিকার সময় গোপন সূত্রে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কালিহাতি থানাধীন বাগুটিয়া সাকিনস্থ টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বাগুটিয়া ব্রীজের অনুমান ৫০ (পঞ্চাশ) মিটার পশ্চিমে মহাসড়কের উত্তর পাশে বিশেষ অভিযান পরিচালনা করে ১০,৮০,৪৮০ (দশ লক্ষ আশি হাজার চারশত আশি) পিচ নকল ব্যান্ড রোলসহ যাহার সর্বমোট রাজস্ব মূল্য (১০৮০৪৮০×৮.১০)= ৮৭,৫১,৮৮৮/= (সাতাশি লক্ষ একান্ন হাজার আটশত আটাশি) টাকা আসামী মোঃ ১। মোঃ রাসেল মাহমুদ(নূর আমিন)৩৪, পিতা-জিন্নাহ্ প্রামানিক মিস্টার, সাং-তেলিহারা দক্ষিণপাড়া, পোষ্ট-শেখেরকোলা, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া কে গ্রেফতারসহ তার নিকট হতে উল্লেখিত নকল ব্যন্ডরোল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
বিজ্ঞাপন
ধৃত আসামীর বিরুদ্ধে কালিহাতী থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫এ/২৫এ(বি) ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে কৌশলে নকল ব্যান্ডরোল প্রস্তুত এবং ক্রয়-বিক্রয় এর মূল হোতাদের সনাক্তপূর্বক গ্রেফতারের লক্ষে ধৃত আসামীর ১০(দশ) দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞাপন